জাতীয় নির্বাচন আয়োজনকে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনও নির্বাচন কমিশনকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
আজ রোববার রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, একদিনে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। তবে, সরকার যদি চিঠি দেয়, তাহলে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতির মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে।
এছাড়া তিনি বলেন, জাতীয় নির্বাচন ব্যাহত হতে পারে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২৩-কে কমিশনের সাংবিধানিক দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে উল্লেখ করে কমিশনার সানাউল্লাহ জানান, সরকারকে একটি চিঠি দিয়ে আইনটি বাতিল করার প্রস্তাব দেবে কমিশন।
এই পর্যালোচনার পরিপ্রেক্ষিতে সানাউল্লাহ আরও বলেন, নির্বাচন কমিশন দেশের জনগণের জন্য নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
আজ রোববার রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, একদিনে সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। তবে, সরকার যদি চিঠি দেয়, তাহলে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতির মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করা যাবে।
এছাড়া তিনি বলেন, জাতীয় নির্বাচন ব্যাহত হতে পারে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না।
জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ২০২৩-কে কমিশনের সাংবিধানিক দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে উল্লেখ করে কমিশনার সানাউল্লাহ জানান, সরকারকে একটি চিঠি দিয়ে আইনটি বাতিল করার প্রস্তাব দেবে কমিশন।
এই পর্যালোচনার পরিপ্রেক্ষিতে সানাউল্লাহ আরও বলেন, নির্বাচন কমিশন দেশের জনগণের জন্য নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।