গাজায় যুদ্ধবিরতি নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা করতে ইসরায়েল কাতারে তার বিশেষ প্রতিনিধি পাঠানোর ঘোষণা দিয়েছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এর প্রধান ডেভিড বার্নিয়া কাতারে গিয়ে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির আলোচনা করবেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এর সাথে মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা করেছেন।
গাজা অঞ্চলে গতকাল জাবালিয়ার স্কুলে বোমা হামলায় নারী ও শিশুসহ আটজন নিহত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, হামলার লক্ষ্য ছিল আশ্রয়কেন্দ্রের আড়ালে থাকা হামাসের কমান্ড সেন্টার। গাজা সিটিতে আরও হামলায় দুইজন নিহত হয়েছেন। এতে গাজায় মোট নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গাজায় ইসরায়েলের হামলার জবাবে হামাস কেরেম শালম এলাকায় রকেট হামলা চালিয়েছে, তবে আইডিএফ দাবি করেছে রকেটটি ভূপাতিত হয়েছে।
এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এর সাথে মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন দূত স্টিভ উইটকফ যুদ্ধবিরতির ব্যাপারে আলোচনা করেছেন।
গাজা অঞ্চলে গতকাল জাবালিয়ার স্কুলে বোমা হামলায় নারী ও শিশুসহ আটজন নিহত হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, হামলার লক্ষ্য ছিল আশ্রয়কেন্দ্রের আড়ালে থাকা হামাসের কমান্ড সেন্টার। গাজা সিটিতে আরও হামলায় দুইজন নিহত হয়েছেন। এতে গাজায় মোট নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গাজায় ইসরায়েলের হামলার জবাবে হামাস কেরেম শালম এলাকায় রকেট হামলা চালিয়েছে, তবে আইডিএফ দাবি করেছে রকেটটি ভূপাতিত হয়েছে।