শক্তিশালী পাসপোর্ট সূচকে ৫ ধাপ পেছাল ভারত

আপলোড সময় : ১২-০১-২০২৫ ০৪:০২:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০১-২০২৫ ০৪:০২:২৩ অপরাহ্ন
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় পাঁচ ধাপ পিছিয়েছে ভারত। গত বছর ভারতের অবস্থান ছিল ৮০তম। এবার তা পাঁচ ধাপ পিছিয়ে ৮৫–তে নেমে এসেছে। হেনলি পাসপোর্ট ইনডেক্সের সর্বশেষ হালনাগাদে এ তথ্য জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত দুই দশক ধরে ভারতীয় পাসপোর্টের অবস্থানের ওঠানামা লক্ষ্য করা গেছে। ২০০৬ সালে ভারতের অবস্থান ছিল ৭১তম। এরপর ওঠানামা করতে করতে ২০২১ সালে একবার সেটি ৯০তম অবস্থানে নেমে গিয়েছিল।

ইনডেক্স অনুযায়ী, ২০২৫ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা ১৯৫টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। অন্যদিকে একজন ভারতীয় পাসপোর্টধারী ৫৭টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন।

বিশ্বের অনেক দেশ ভারতের সঙ্গে ভিসা সুবিধা বাড়ানোর উদ্যোগ নিলেও, কিছু দেশে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া কঠোর হয়ে উঠেছে। এর ফলে আন্তর্জাতিক ভ্রমণে ভারতীয় পাসপোর্টধারীদের চলাচল আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv