সীমান্ত ইস্যুতে এবার ভারতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব

আপলোড সময় : ১৩-০১-২০২৫ ০৪:৪২:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০১-২০২৫ ০৪:৪২:০৪ অপরাহ্ন
বাংলাদেশ-ভারত সীমান্ত ইস্যুতে এবার ভারতে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ ব্লক থেকে বের হতে দেখা যায় নুরুল ইসলামকে, তবে কী নিয়ে আলোচনা হয়েছে তা এখনো জানা যায়নি।

এটি ঘটেছে গতকাল রোববার ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করার একদিন পর। বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া স্থাপনের প্রতিবাদে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপ নিয়েছিল।

এছাড়া, সম্প্রতি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর প্রতিবাদে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা সীমান্তে অবস্থান নেয়। গত সপ্তাহে বিজিবি এবং বিএসএফের মধ্যে ৪ দফা পতাকা বৈঠকের পর ভারত নির্মাণকাজ স্থগিত করে।

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সম্প্রতি জানিয়েছেন, ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করলে বাংলাদেশ বাধা দেবে এবং বিজিবি শক্ত অবস্থান নেবে।

ভারতীয় সংবাদমাধ্যমের মতে, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত রয়েছে, যার প্রায় ৫০ শতাংশে কোনো বেড়া নেই।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv