তারকারাও রক্ত-মাংসের মানুষ, ভক্তের কাণ্ডে মেজাজ হারান শাহরুখ

আপলোড সময় : ১৩-০১-২০২৫ ০৬:২০:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০১-২০২৫ ০৬:২০:২৩ অপরাহ্ন
বলিউড বাদশাহ শাহরুখ খান। যার বাড়ির সামনে রোজ জমে মানুষের ভিড়। তাকে এক ঝলক দেখতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন অনুরাগীরা। কিং খানের সিনেমা মুক্তি পেলে মুহূর্তেই ভরে যায় প্রেক্ষাগৃহ। তাই পছন্দের অভিনেতাকে সামনে পেলে ভক্তদের উন্মাদনা সীমা ছাড়াবে, সেটা আশা করাই যায়। সাধারণত এসব পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখেন শাহরুখ। কিন্তু একবার মেজাজ হারিয়ে এক অনুরাগীকে বকা দিয়েছিলেন কিং খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তারকার দেহরক্ষী ইউসুফ ইব্রাহিম কথা বলেন শাহরুখকে নিয়ে। বিভিন্ন জায়গায় শাহরুখের সঙ্গে গিয়ে নানা রকমের অভিজ্ঞতা হয়েছে ইউসুফের। একবার এক অনুরাগীর আচরণে বিরক্ত হয়েছিলেন বাদশা। ইউসুফ মনে করেন, তারকারাও মানুষ। তাদের নিয়ে ভক্তদের উন্মাদনা থাকতেই পারে। কিন্তু একটা সীমা থাকা দরকার সবকিছুর।

একবার শাহরুখকে দেখে এক অনুরাগী ঝাঁপিয়ে পড়েছিলেন সেলফি তোলার জন্য। যে ঘটনায় প্রচণ্ড বিরক্ত হন বাদশা। কড়াভাবেই ভক্তকে প্রত্যাখ্যান করেছিলেন তিনি। তারকার দেহরক্ষী বলেছেন, ‘অনুরাগীদের বোঝা উচিত, সবকিছুর একটা সীমা রয়েছে। প্রথমেই ছবি তোলার জন্য ফোন নিয়ে ঝাঁপিয়ে পড়ার আগে বিনীতভাবে অনুরোধ করুন, ছবি তোলা যাবে কি না।’প্রায়ই তারকাদের নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা। সেই ভিডিও দেখে অনেকেই নানা মন্তব্য করেন। এই প্রসঙ্গেও ইউসুফ জানান, তারকাদের জীবনযাপন নিয়ে দ্রুত কোনও মন্তব্য করে দেওয়া খুব সহজ। অনেকেই মনে করেন, সাজগোজ করে অভিনয় করা যেন কোনও ব্যাপারই নয়। এর জন্য কোনও পরিশ্রমই করতে হয় না। কিন্তু এই চাকচিক্যের আড়ালে যে দিনরাত এক করে পরিশ্রম রয়েছে তা অনেকেই বোঝেন না।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv