বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা সম্প্রতি নতুন বিতর্কে জড়িয়েছেন। মুক্তিপ্রাপ্ত তেলেগু সিনেমা ডাকু মহারাজ-এর ‘দাবিডি দিবিডি’ গানে তাঁর এবং নন্দমুরি বালাকৃষ্ণের নাচ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ছবিটি বক্স অফিসে সফল হয়েছে বলে প্রযোজকদের দাবি। এই উপলক্ষে আয়োজিত এক পার্টিতে নন্দমুরি বালাকৃষ্ণের আচরণ নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, পার্টিতে উর্বশী স্যাটিনের শাড়িতে হাজির হন এবং নন্দমুরির সঙ্গে কেক কাটেন। এরপর তারা ‘দাবিডি দিবিডি’ গানে নাচতে শুরু করেন। কিন্তু নাচের সময় নন্দমুরির হাত উর্বশীর শাড়ির কুঁচির দিকে বাড়ানোর ঘটনায় উর্বশীকে বারবার সরে যেতে দেখা যায়। যদিও নন্দমুরি নাচ থামাননি।
এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন উর্বশী। শুধু এই ঘটনাই নয়, এর আগে সিনেমার প্রচারের সময়ও নন্দমুরির আচরণে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় উর্বশীকে। তার মুখের বদলে যাওয়া অভিব্যক্তি অনেকের নজর কাড়ে।
তবে, এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি উর্বশী রাউতেলা। ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে নানা প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।
ছবিটি বক্স অফিসে সফল হয়েছে বলে প্রযোজকদের দাবি। এই উপলক্ষে আয়োজিত এক পার্টিতে নন্দমুরি বালাকৃষ্ণের আচরণ নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, পার্টিতে উর্বশী স্যাটিনের শাড়িতে হাজির হন এবং নন্দমুরির সঙ্গে কেক কাটেন। এরপর তারা ‘দাবিডি দিবিডি’ গানে নাচতে শুরু করেন। কিন্তু নাচের সময় নন্দমুরির হাত উর্বশীর শাড়ির কুঁচির দিকে বাড়ানোর ঘটনায় উর্বশীকে বারবার সরে যেতে দেখা যায়। যদিও নন্দমুরি নাচ থামাননি।
এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন উর্বশী। শুধু এই ঘটনাই নয়, এর আগে সিনেমার প্রচারের সময়ও নন্দমুরির আচরণে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় উর্বশীকে। তার মুখের বদলে যাওয়া অভিব্যক্তি অনেকের নজর কাড়ে।
তবে, এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি উর্বশী রাউতেলা। ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে নানা প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে।