চলে গেলেন সাবেক আইজিপি আজিজুল হক

আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৪:০২:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৪:০২:৫৭ অপরাহ্ন
বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম আজিজুল হক ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।১৫ জানুয়ারি ভোরে রাজধানীর উত্তরায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সাবেক এই আইজিপির বয়স হয়েছিল ৮৫ বছর। তি‌নি স্ত্রী, তিন ছেলে, না‌তি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রে‌খে গে‌ছেন।এম আজিজুল হকের এক ছেলে হা‌সিব আজিজ চট্টগ্রাম মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের (সিএম‌পি) বর্তমান ক‌মিশনার হিসেবে দায়িত্বরত রয়েছেন।তার নামাজের জানাজা আজ বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

১৯৪০ সালের ১৩ ডি‌সেম্বর শরীয়তপু‌রের ভেদরগঞ্জ উপজেলা সখিপুর থানার চরভাগা বকাউল কান্দিতে এক সম্ভ্রান্ত মুস‌লিম প‌রিবা‌রের জন্মগ্রহণ করেন এম. আজিজুল হক। তিনি ১৯৯৬ সালের জুলাই থেকে ১৯৯৭ সালের নভেম্বর মাস পর্যন্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৭ সালে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের স্থানীয় সরকার, নৌপরিবহন ও বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv