ভারত থেকে এলো ২৪৫০ টন চাল

আপলোড সময় : ১৫-০১-২০২৫ ০৪:৩৪:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০১-২০২৫ ০৪:৩৪:০৯ অপরাহ্ন
বাংলাদেশ সরকার ভারত থেকে এক লাখ ৫৯ হাজার টন চাল আমদানির পরিকল্পনা করেছে, এবং এর প্রথম চালান চুয়াডাঙ্গার দর্শনা রেলবন্দরে এসে পৌঁছেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সোয়া ৯টায় ভারতের গেঁদে রেলবন্দর থেকে ৪২টি ওয়াগনে ২ হাজার ৪৫০ টন চাল রেলপথে দর্শনা বন্দর ইয়ার্ডে পৌঁছায়।

চাল আমদানির এই প্রথম চালানটি ঢাকার মেসার্স মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে আমদানি করা হয়েছে। প্রতি টন চালের ইনভয়েস মূল্য ৪৯০ ডলার, এবং কলকাতার সৌভিক এক্সপোর্ট লিমিটেড এটি রপ্তানি করেছে।

দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশনের ম্যানেজার মির্জা কামরুল হক জানিয়েছেন, কাস্টমস পরীক্ষণ ও শুল্কায়নের পর চাল ঈশ্বরদী ও সিরাজগঞ্জে বুকিং হবে। সেখান থেকে ট্রাকযোগে আমদানিকারক চাল পরিবহন করবেন।

এই চালানটি ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্যে আসা প্রথম চালান, এবং এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হচ্ছে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্কের উন্নয়নে।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv