রাজশাহীর পবা উপজেলায় যুবদলের সাবেক এক নেতার বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ওই নেতার বাবা গুলিবিদ্ধ হন। আজ বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।নিহত মো. আলাউদ্দিনের (৬০) বাড়ি পবা উপজেলার ভুগরইল গ্রামে। তাঁর ছেলে সালাহউদ্দিন মিন্টু নওহাটা পৌর যুবদলের সাবেক সদস্য। তাঁদের বাড়ি নগরের শাহ মখদুম থানা এলাকার অধীন।পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সালাহউদ্দিনের বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। দরজা ভেদ করে একটি গুলি বাড়িতে ঢোকে। এতে আহত হন সালাহউদ্দিনের বাবা আলাউদ্দিন। গুলিটি তাঁর কোমরে লেগেছিল। রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুরে সেখানে তাঁর মৃত্যু হয়েছে।
সালাহউদ্দিন বলেন, তাঁদের এলাকায় দুই পক্ষের টাকাপয়সা নিয়ে বিরোধ ছিল। বিষয়টি মীমাংসার জন্য গতকাল রাতে দুই পক্ষ রাজশাহীর এয়ারপোর্ট থানায় বসেছিল। এক পক্ষের একটি ছেলে তাঁর ‘ছোট ভাই’। এ জন্য তিনিও গিয়েছিলেন। থানায় বিষয়টি মীমাংসা হয়ে যায়। এরপর তিনি বাড়ি ফেরেন। এর আধা ঘণ্টা পরই তাঁর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।
এ ঘটনায় জড়িত হিসেবে ভুগরইল শিহাবের মোড় এলাকার কয়েকজনের নাম জানিয়ে সালাউদ্দিন বলেন, ‘তারা টোকাই, মাদকাসক্ত। তারা গুলিবর্ষণ করেছে।’ সালাউদ্দিন যখন কথা বলছিলেন, তখন তাঁর বাবার অস্ত্রোপচার চলছিল। এ ঘটনায় সালাউদ্দিন মামলা করবেন জানিয়েছিলেন। কিছুক্ষণ পর তাঁর চাচাতো ভাই মো. রনি জানান, তাঁরা চাচা (আলাউদ্দিন) মারা গেছেন।
ঘটনাস্থল নগরের শাহ মখদুম থানা এলাকায়। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, হাসপাতালে অস্ত্রোপচার চলাকালে আলাউদ্দিন মারা গেছেন বলে তিনি শুনেছেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। এ পর্যন্ত কেউ আটক হয়নি।
সালাহউদ্দিন বলেন, তাঁদের এলাকায় দুই পক্ষের টাকাপয়সা নিয়ে বিরোধ ছিল। বিষয়টি মীমাংসার জন্য গতকাল রাতে দুই পক্ষ রাজশাহীর এয়ারপোর্ট থানায় বসেছিল। এক পক্ষের একটি ছেলে তাঁর ‘ছোট ভাই’। এ জন্য তিনিও গিয়েছিলেন। থানায় বিষয়টি মীমাংসা হয়ে যায়। এরপর তিনি বাড়ি ফেরেন। এর আধা ঘণ্টা পরই তাঁর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়।
এ ঘটনায় জড়িত হিসেবে ভুগরইল শিহাবের মোড় এলাকার কয়েকজনের নাম জানিয়ে সালাউদ্দিন বলেন, ‘তারা টোকাই, মাদকাসক্ত। তারা গুলিবর্ষণ করেছে।’ সালাউদ্দিন যখন কথা বলছিলেন, তখন তাঁর বাবার অস্ত্রোপচার চলছিল। এ ঘটনায় সালাউদ্দিন মামলা করবেন জানিয়েছিলেন। কিছুক্ষণ পর তাঁর চাচাতো ভাই মো. রনি জানান, তাঁরা চাচা (আলাউদ্দিন) মারা গেছেন।
ঘটনাস্থল নগরের শাহ মখদুম থানা এলাকায়। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, হাসপাতালে অস্ত্রোপচার চলাকালে আলাউদ্দিন মারা গেছেন বলে তিনি শুনেছেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। এ পর্যন্ত কেউ আটক হয়নি।