গাজায় ১৫ মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসন থেকে মুক্তি পাচ্ছে ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে হামাস ও ইসরায়েল চুক্তি করেছে। বুধবার (১৫ জানুয়ারি) কাতারের রাজধানী দোহায় চুক্তিতে সই করেন দু’পক্ষের প্রতিনিধিরা। বিষয়টি নিশ্চিত করেছে মধ্যস্থতাকারী কাতার ও যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।
এ বিষয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি জানিয়েছেন, চুক্তিটি ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে এবং রোববার থেকে কার্যকর হবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “এই চুক্তি গাজায় যুদ্ধ বন্ধ করবে এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা বৃদ্ধি করবে। পাশাপাশি জিম্মিদের পরিবারের সঙ্গে পুনর্মিলনের সুযোগ সৃষ্টি করবে।”
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, চুক্তির চূড়ান্ত বিষয়গুলো এখনও প্রক্রিয়াধীন। তবে তিনি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে, হামাস নেতা খলিল আল-হাইয়া একে ফিলিস্তিনিদের স্থিতিস্থাপকতার ফল হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে, চুক্তি স্বাক্ষরের খবর ছড়িয়ে পড়তেই ফিলিস্তিনি এবং ইসরায়েলি জিম্মিদের পরিবারে স্বস্তি দেখা গেছে। তবে এর মধ্যেও গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে।
হামাস পরিচালিত সিভিল ডিফেন্স জানিয়েছে, কাতারের ঘোষণার পর ইসরায়েলি বিমান হামলায় ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ১২ জন ছিলেন গাজার শেখ রাদওয়ান এলাকার একটি আবাসিক ব্লকের বাসিন্দা। তবে এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৪৬ হাজার ৭০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন লাখের বেশি। অন্যদিকে, হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন।
এ বিষয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি জানিয়েছেন, চুক্তিটি ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে এবং রোববার থেকে কার্যকর হবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “এই চুক্তি গাজায় যুদ্ধ বন্ধ করবে এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা বৃদ্ধি করবে। পাশাপাশি জিম্মিদের পরিবারের সঙ্গে পুনর্মিলনের সুযোগ সৃষ্টি করবে।”
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, চুক্তির চূড়ান্ত বিষয়গুলো এখনও প্রক্রিয়াধীন। তবে তিনি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে, হামাস নেতা খলিল আল-হাইয়া একে ফিলিস্তিনিদের স্থিতিস্থাপকতার ফল হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে, চুক্তি স্বাক্ষরের খবর ছড়িয়ে পড়তেই ফিলিস্তিনি এবং ইসরায়েলি জিম্মিদের পরিবারে স্বস্তি দেখা গেছে। তবে এর মধ্যেও গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে।
হামাস পরিচালিত সিভিল ডিফেন্স জানিয়েছে, কাতারের ঘোষণার পর ইসরায়েলি বিমান হামলায় ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ১২ জন ছিলেন গাজার শেখ রাদওয়ান এলাকার একটি আবাসিক ব্লকের বাসিন্দা। তবে এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৪৬ হাজার ৭০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন লাখের বেশি। অন্যদিকে, হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন।