রিয়ালের সমান গোল বেটিসের জালে, কোপা দেলরের কোয়ার্টারে বার্সা

আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০৯:৫৮:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০৯:৫৮:৩২ পূর্বাহ্ন
স্প্যানিশ সুপার কাপের ফাইনালের স্মৃতি তাজা থাকতে না থাকতেই আরেক রিয়ালের বিপক্ষে গোল উৎসব করেছে বার্সেলোনা। এবার তাদের গোলবন্যায় ভেসেছে রিয়াল বেটিস। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে কাতালানরা রিয়াল বেটিসের জালে বল জড়িয়েছে পাঁচবার। যদিও বেটিস একটি সান্ত্বনাসূচক গোল শোধ করেছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় মত্ত ছিল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। মাত্র ৩ মিনিটেই বার্সাকে এগিয়ে নেন গাভি। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার কুন্ডে। দ্বিতীয়ার্ধে গোল উৎসব আরও জমে ওঠে। ৫৮ মিনিটে রাফিনহা, ৬৭ মিনিটে ফেরান তোরেস এবং ৭৫ মিনিটে ইয়ামালের গোল বেটিসের শেষ আশাও নিভিয়ে দেয়।

তবে ৮৭ মিনিটে ভিক্টোর রোক একটি সান্ত্বনাসূচক গোল করে বেটিসের সম্মান রক্ষা করেন।

টানা দুই ম্যাচে প্রতিপক্ষের জালে গোলের বন্যা বইয়ে দেওয়া বার্সেলোনার সামনে এখন আরও বড় চ্যালেঞ্জ। তাদের পরবর্তী ম্যাচ উয়েফা চ্যাম্পিয়নস লিগে। শনিবার দিবাগত রাত ২টায় গেটাফের বিপক্ষে মাঠে নামবে কাতালানরা।

বার্সেলোনার এই ফর্ম ধরে রাখার ক্ষেত্রে হ্যান্সি ফ্লিকের পরিকল্পনা এবং দলের তারকাদের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন দেখার বিষয়, চ্যাম্পিয়নস লিগে গেটাফের বিপক্ষে তারা একই আক্রমণাত্মক ফর্ম ধরে রাখতে পারে কি না।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv