বাংলাদেশে এইচএমপিভিতে প্রথম আক্রান্ত নারীর মৃত্যু

আপলোড সময় : ১৬-০১-২০২৫ ১২:০৮:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০১-২০২৫ ১২:০৮:০৪ অপরাহ্ন
দেশে প্রথমবারের মতো হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত একজন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সানজিদা আক্তার (৩০) নামের এক নারী মারা যান।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরিফুল বাশার।

তিনি জানান, সানজিদা আক্তারের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়। তার বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস পাওয়া যায়নি। গত ১২ জানুয়ারি পরীক্ষার মাধ্যমে জানা যায়, তিনি এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত।

দেশে এইচএমপিভি শনাক্ত হওয়ার পর এ ভাইরাসে আক্রান্ত কারো মৃত্যুর ঘটনা এটাই প্রথম।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, হিউম্যান মেটানিউমোভাইরাস একটি শ্বাসতন্ত্রের ভাইরাস, যা সাধারণত শিশু, বৃদ্ধ এবং দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যক্তিদের বেশি আক্রমণ করে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা ভাইরাসটি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv