দীর্ঘ ১৭ বছর কারাবাসের পর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আজ (১৬ জানুয়ারি) কারামুক্ত হচ্ছেন। সব মামলায় খালাস পাওয়ায় দুপুর ২টার পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পাবেন বলে জানিয়েছে কারা অধিদপ্তর।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামের আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় হাইকোর্ট তাকে যাবজ্জীবন দণ্ড থেকে খালাস দেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
বাবরের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার মধ্যেও সব কটিতে তিনি ধীরে ধীরে খালাস পান। গত বছরের ২৩ অক্টোবর দুর্নীতির মামলায় ৮ বছরের দণ্ড থেকে এবং ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদণ্ড থেকে তিনি মুক্ত হন।
২০০৭ সালের ২৮ মে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন লুৎফুজ্জামান বাবর। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর মধ্যে দুটি মামলায় মৃত্যুদণ্ড এবং একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।
বাবরের মুক্তির খবরে তার গ্রামের বাড়ি ও সংশ্লিষ্ট এলাকায় উচ্ছ্বাস দেখা গেছে। কেরানীগঞ্জ কারাগারের সামনে বাবরের স্বজন, সমর্থক ও নেতাকর্মীদের ভিড় জমতে শুরু করেছে।
বাবরের মুক্তি প্রসঙ্গে তার আইনজীবীরা জানিয়েছেন, দীর্ঘ ১৭ বছরের কারাভোগ শেষে তিনি আইনি প্রক্রিয়ায় সঠিক বিচার পেয়েছেন। তবে এ নিয়ে নানা বিতর্কও দেখা দিয়েছে বিভিন্ন মহলে।
লুৎফুজ্জামান বাবর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের সময়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামের আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় হাইকোর্ট তাকে যাবজ্জীবন দণ্ড থেকে খালাস দেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
বাবরের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলার মধ্যেও সব কটিতে তিনি ধীরে ধীরে খালাস পান। গত বছরের ২৩ অক্টোবর দুর্নীতির মামলায় ৮ বছরের দণ্ড থেকে এবং ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় মৃত্যুদণ্ড থেকে তিনি মুক্ত হন।
২০০৭ সালের ২৮ মে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন লুৎফুজ্জামান বাবর। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর মধ্যে দুটি মামলায় মৃত্যুদণ্ড এবং একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।
বাবরের মুক্তির খবরে তার গ্রামের বাড়ি ও সংশ্লিষ্ট এলাকায় উচ্ছ্বাস দেখা গেছে। কেরানীগঞ্জ কারাগারের সামনে বাবরের স্বজন, সমর্থক ও নেতাকর্মীদের ভিড় জমতে শুরু করেছে।
বাবরের মুক্তি প্রসঙ্গে তার আইনজীবীরা জানিয়েছেন, দীর্ঘ ১৭ বছরের কারাভোগ শেষে তিনি আইনি প্রক্রিয়ায় সঠিক বিচার পেয়েছেন। তবে এ নিয়ে নানা বিতর্কও দেখা দিয়েছে বিভিন্ন মহলে।
লুৎফুজ্জামান বাবর ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট সরকারের সময়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।