রাজধানীর ধানমন্ডি থানায় এক নারী চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে ধানমন্ডির এলিফেন্টরোডের নিজ বাসা থেকে ডা. শাহেদারা বেগম নামের ওই চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, ডা. শাহেদারা বেগম ধানমন্ডি এলাকার বাংলাদেশ আই হসপিটালের শিশু চক্ষু বিশেষজ্ঞ। গত মঙ্গলবার দেড় বছর বয়সী একটি শিশুর চোখে অপারেশন করার সময় তিনি ভুল করে শিশুটির ডান চোখে অপারেশন করেন, যদিও শিশুর বাম চোখে সমস্যা ছিল।
পরিবারের সদস্যরা এই ভুলটি লক্ষ করেন এবং চিকিৎসককে জানান। এর পর, চিকিৎসক দুঃখ প্রকাশ করে শিশুটিকে পুনরায় অপারেশন থিয়েটারে নিয়ে যান।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার বিষয়ে তারা এখনো কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, শিশুটির স্বজনেরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ডা. শাহেদারা বেগম ধানমন্ডি এলাকার বাংলাদেশ আই হসপিটালের শিশু চক্ষু বিশেষজ্ঞ। গত মঙ্গলবার দেড় বছর বয়সী একটি শিশুর চোখে অপারেশন করার সময় তিনি ভুল করে শিশুটির ডান চোখে অপারেশন করেন, যদিও শিশুর বাম চোখে সমস্যা ছিল।
পরিবারের সদস্যরা এই ভুলটি লক্ষ করেন এবং চিকিৎসককে জানান। এর পর, চিকিৎসক দুঃখ প্রকাশ করে শিশুটিকে পুনরায় অপারেশন থিয়েটারে নিয়ে যান।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার বিষয়ে তারা এখনো কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্তের পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, শিশুটির স্বজনেরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।