ভারত শেখ হাসিনার পতন মানতে পারছে না, ষড়যন্ত্র করছে: রিজভী

আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০১:১৪:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০১:১৪:১৯ অপরাহ্ন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, বিশ্বজুড়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের সমালোচনা হচ্ছে, কিন্তু ভারত শেখ হাসিনার পতন মানতে না পেরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র করছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে রাজধানীর মধ্য বাড্ডায় জুলাই-অগাস্ট ছাত্র জনতার আন্দোলনে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

রিজভী আহমেদ বলেন, "হাসিনা নাকি বিক্রি হয় না, অথচ তিনি ভারতের কাছে বিক্রি হয়ে গেছেন।" তিনি আরও অভিযোগ করেন, শেখ হাসিনা দুর্নীতি ও লুটপাট করে দেশের বাইরে অর্থ পাচার করেছেন এবং বিনাভোটে ক্ষমতায় বসে দেশের জনগণের ওপর নানা অত্যাচার চালিয়েছেন।

তিনি আরও বলেন, "একটি দেশকে লুটপাট করে, হত্যা-গুম করে ক্ষমতায় বসে থাকা হাসিনা সমস্ত আইনকে পদদলিত করে দেশের সব গণতান্ত্রিক স্তম্ভ ধ্বংস করেছেন।"

রিজভী আহমেদ বলেন, "এবার দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে কাজ করতে হবে এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার যেসব প্রতিষ্ঠান ধ্বংস করেছে সেগুলো পুনর্গঠন করতে হবে।"

এছাড়া, তিনি একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv