বড় দু’দলের কারণে ফ্যাসিবাদের পুনর্বাসন হলে ক্ষমা নেই: মামুনুল হক

আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০১:২১:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০১:২১:৩০ অপরাহ্ন
ইসলামী খেলাফত মজলিসের আমির মাওলানা আল্লামা মামুনুল হক বলেছেন, "পাঁচ আগস্টের পর ফ্যাসিবাদ ঠেকাতে আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, সেটি ধরে রাখতে হবে।" তবে তিনি সতর্ক করে বলেন, "বর্তমানে দেশের বড় দুটি দল বিএনপি ও জামায়াত যেভাবে বাদানুবাদে জড়িয়েছে, তাতে যদি দেশে আবার ফ্যাসিবাদ পুনর্বাসিত হয়, তবে বাংলার জনগণ তাদেরকে কখনো ক্ষমা করবে না।"

বুধবার (১৫ জানুয়ারি) পটুয়াখালী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত জেলা ইসলামী খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, "ফ্যাসিবাদমুক্ত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করুন, কোনো তন্ত্রমন্ত্রে কাজ হবে না। একমাত্র ইসলামী হুকুমত ছাড়া এ দেশে বৈষম্যমুক্ত সমাজ গঠন সম্ভব নয়।"

অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যসহ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান এবং বরিশাল বিভাগের ছাত্রশিবিরের দায়িত্বপ্রাপ্ত নেতা আবদুল্লাহ আল নাহিয়ান উপস্থিত ছিলেন।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv