যুদ্ধবিরতি চুক্তি ঘিরে ভাঙনের শঙ্কায় নেতানিয়াহুর সরকার

আপলোড সময় : ১৬-০১-২০২৫ ০৪:১০:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০১-২০২৫ ০৪:১০:১২ অপরাহ্ন
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করেছে ইসরায়েল। মধ্যস্থতাকারী দেশ কাতারের আমির এ চুক্তির বিষয়টি নিশ্চিত করে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন এবং জানান, আগামী রোববার থেকে এটি কার্যকর হবে। এই তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

তবে আজ (১৬ জানুয়ারি) ইসরায়েলের মন্ত্রিসভায় চুক্তিটি অনুমোদনের জন্য বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু ইসরায়েলি সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, হামাস চুক্তির কিছু ধারা থেকে সরে গেছে, যা মন্ত্রিসভায় আলোচনা স্থগিত করতে বাধ্য করেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম "টাইমস অব ইসরায়েল" জানিয়েছে, বৈঠক অন্তত সন্ধ্যা পর্যন্ত স্থগিত করা হয়েছে। একদিকে, "কান নিউজ" জানায়, ইসরায়েলের প্রধানমন্ত্রীর জোট সরকারের অন্যতম প্রধান জোট রিলিজিয়াস জায়নিজম পার্টি চুক্তি হলে সরকারের পদত্যাগের হুমকি দিয়েছে। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন।

রিলিজিয়াস জায়নিজম পার্টির সংসদ সদস্য জভি সুক্কোত জানিয়েছেন, চুক্তি হলে তারা সরকারের অংশ থেকে বেরিয়ে যাবেন, কারণ তাদের মতে, যুদ্ধবিরতি মানে পিছু হটা। এদিকে, পার্টির নেতা এবং অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচও শঙ্কা প্রকাশ করেছেন যে, এই চুক্তির ফলে তার রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে, কারণ তিনি চুক্তির বিরোধিতা করেছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে হামাসের বিরুদ্ধে চুক্তির কিছু ধারা থেকে সরে যাওয়ার অভিযোগ তোলার পর হামাস জানিয়েছে, তারা কোনো ধারা থেকে সরে যায়নি এবং গতকালই নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv