কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, শতাধিক ঘরবাড়ি পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ১০টার দিকে টেকনাফের হ্নীলার মৌচনী ২৬ নং ক্যাম্পের জি-২ ব্লকে এই ঘটনা ঘটে।ক্যাম্পের ইনচার্জ জানিয়েছেন, রাত ১০টার দিকে টেকনাফের হ্নীলার মৌচনী ২৬ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের একটি ঘরে আগুন লাগে। মুহুর্তেই আশেপাশে ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। এসময় আগুনে পুড়ে মারা যায় ৬ বছর বয়সী এক শিশু।খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ও রোহিঙ্গা বাসিন্দাদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে গেছে শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশসহ অন্যান্য সংস্থার লোকজন।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। কীভাবে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। কীভাবে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।