সুষ্ঠু নির্বাচনের জন্য সামনে আরও লড়াই আছে: জামায়াত আমির

আপলোড সময় : ১৭-০১-২০২৫ ০৩:৫১:১১ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০১-২০২৫ ০৩:৫১:১১ অপরাহ্ন
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য অনেক লড়াই আমাদের সামনে রয়ে গেছে। যেখানে কালো টাকা ও পেশিশক্তি যেন আমাদের ভোটের অধিকার কেড়ে নিতে না পারে। এখন থেকে হাত মজবুত করতে হবে।
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে পথসভায় এসব কথা বলেন তিনি। মাগুরা থেকে চুয়াডাঙ্গা যাওয়ার সময় পথসভায় অংশ নেন।জামায়াতের আমির বলেন, নিরপেক্ষ মানুষকে দেশের শাসন ক্ষমতায় দেখতে চাই। জনগণের ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায় দেশ পরিচালনার অধিকার জামায়াতের হাতে এলে আমরা দেশের মালিক হবো না, হবো দেশের সেবক।

ডা. শফিকুর রহমান আরও বলেন, দেশবাসীর ঋণ পরিশোধ করতে হবে এমন নৈতিক বোধসম্পন্ন জাতি গড়ে তুলতে চাই। পাশাপাশি এমন একটা শিক্ষা চাই, যে শিক্ষার পাট চোকানোর পরই সার্টিফিকেট হাতে নিয়ে অফিসে অফিসে, মামু-খালুর কাছে দৌড়াদৌড়ি করতে হবে না। শিক্ষা শেষ করার পর একহাতে থাকবে সার্টিফিকেট অপর হাতে উঠে আসবে কাজ।পথসভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বকর।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv