সেরে উঠছেন সাইফ আলী

আপলোড সময় : ১৮-০১-২০২৫ ০৯:৫৫:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০১-২০২৫ ০৯:৫৫:৩৬ পূর্বাহ্ন
বলিউড তারকা সাইফ আলী খানের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। হাসপাতালের আইসিইউ থেকে তাঁকে সাধারণ কক্ষে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা এখন বেশ ভালো।

গত বুধবার রাতে বান্দ্রার ১১ তলার ফ্ল্যাটে সাইফ আলী খানের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটে। সাইফের শরীরে ছয়বার ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় এবং দীর্ঘ পাঁচ ঘণ্টার অস্ত্রোপচার শেষে আইসিইউতে নেওয়া হয়।

হাসপাতালের চিকিৎসক নিতিন নারায়ণ ডাঙ্গে শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন, সাইফ আলী খান এখন স্বাভাবিকভাবে হাঁটতে পারছেন। তিনি বলেন, ‘সাইফের শরীরে গুরুতর কোনো জটিলতা নেই। তাঁর অবস্থা আগের তুলনায় অনেক ভালো। অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেছেন তিনি।’

হাসপাতালের প্রধান পরিচালন কর্মকর্তা নিরাজ উত্তমনির বলেন, ‘সাইফের ওপর আক্রমণের সময় ছুরিটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে মাত্র দুই মিলিমিটার দূরে ছিল। এতটা কাছে থাকা সত্ত্বেও গুরুতর ক্ষতি এড়ানো গেছে। এখন তিনি স্ট্রেচার ছাড়াই হাঁটাচলা করতে পারছেন। তিনি সত্যিকারের নায়ক।’

চিকিৎসকেরা জানিয়েছেন, সাইফকে আরও এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। আপাতত দর্শনার্থীদের তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি।

এদিকে, সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে মুম্বাই পুলিশ। গতকাল শুক্রবার সকালে ভাসাই ভিরার এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাঁকে শনাক্ত করা হয়।

পুলিশ জানিয়েছে, সাইফের পিঠ থেকে উদ্ধার হওয়া ছুরির একটি অংশ পাওয়া গেছে। বাকি অংশ উদ্ধারের চেষ্টা চলছে।

অন্যদিকে, সাইফের স্ত্রী কারিনা কাপুর খান একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, ‘পরিবারের জন্য এটি ছিল অত্যন্ত কঠিন একটি দিন। কীভাবে এমন ঘটনা ঘটল, তা আমরা এখনও বুঝে উঠতে পারছি না। আমরা ধীরে ধীরে পরিস্থিতি সামলে ওঠার চেষ্টা করছি। মিডিয়া ও পাপারাজ্জিদের কাছে অনুরোধ করছি, কোনো গুজব ছড়াবেন না এবং আমাদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন।’

সূত্র: হিন্দুস্তান টাইমস, এএনআই


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv