পিএসজিতে নাম লেখালেন নাপোলির ‘নতুন ম্যারাডোনা’

আপলোড সময় : ১৮-০১-২০২৫ ১১:৩৫:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০১-২০২৫ ১১:৪০:৫৭ পূর্বাহ্ন
নাপোলির জর্জিয়ান উইঙ্গার খিচা কাভারাস্কেইয়া এখন ফরাসি ক্লাব পিএসজির অংশ। ২৩ বছর বয়সী এই ফুটবলার ২০২৯ সালের জুন পর্যন্ত চুক্তি করেছেন প্যারিস সেন্ট জার্মেইর সাথে। নাপোলি থেকে ৬ কোটি ইউরো দলবদল ফি দিয়ে পিএসজি তাঁকে দলে নিয়েছে, পাশাপাশি অ্যাড অন হিসেবে যোগ হবে আরও ১ কোটি ইউরো।

২০২২ সালে নাপোলিতে যোগ দেওয়া কাভারাস্কেইয়া পিএসজির শীতকালীন দলবদলে প্রথম স্বাক্ষরকারী খেলোয়াড়। নাপোলিতে ২০২৭ পর্যন্ত চুক্তিবদ্ধ থাকলেও, পিএসজি তাঁকে দলে ভেড়ানোর জন্য দীর্ঘদিন চেষ্টা চালিয়ে আসছিল। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে চলে যাওয়ার পর পিএসজি তাঁর জন্য তৎপর হয়ে ওঠে।

কাভারাস্কেইয়া পিএসজিতে যোগ দেওয়ার পর বলেন, "এখানে আসার স্বপ্ন ছিল। প্যারিস সেন্ট জার্মেই সম্পর্কে আমি অনেক ইতিবাচক কথা শুনেছি। এখানে যোগ দিতে পেরে আমি গর্ববোধ করছি।" পিএসজির সঙ্গে চুক্তি করার আগে তাঁকে নিয়ে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, এবং বার্সেলোনার সঙ্গে আলোচনা হয়েছিল।

নাপোলিতে যোগ দেওয়ার পর প্রথম মৌসুমেই সিরি 'আ' জিতেছিলেন কাভারাস্কেইয়া, যা নাপোলির ৩৩ বছর পর প্রথম শীর্ষ স্তরের ট্রফি। গত মৌসুমে নাপোলির হয়ে ১৯ ম্যাচে ৫ গোল ও ৩ অ্যাসিস্ট করেন তিনি।

পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি বলেন, "খিচা কাভারাস্কেইয়া বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম রোমাঞ্চকর খেলোয়াড় এবং দলের জন্য এক লড়াকু ও সাহসী মেজাজের প্রতিনিধি।"

এখন পর্যন্ত পিএসজি ফরাসি লিগের শীর্ষে রয়েছে, ১৭ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে। তবে, উয়েফা চ্যাম্পিয়নস লিগে দলের অবস্থান এখনও অনিশ্চিত, যেখানে পিএসজি ৬ রাউন্ড শেষে ২৫ নম্বরে অবস্থান করছে। তাদের পরবর্তী ম্যাচ হবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv