বাস চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। নিহত শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বুধবার (৩০ অক্টোবর) রাত ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনের মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এসময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা বাসটিতে আগুন জ্বালিয়ে দেয়। রাত সাড়ে দশটায় এ প্রতিবেদন তৈরি পর্যন্ত সড়ক অবরোধ চলছিল। শিক্ষকদের একটি প্রতিনিধি দল এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীদেরকে শান্ত করার চেষ্টা করেন।
জানা গেছে , নারায়নগঞ্জ ট্রাভেলস নামে কুয়াকাটা থেকে বরিশালগামী ওই বাসটি শিক্ষার্থীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে শিক্ষার্থীরা সেরনিয়াবাত সেতুর টোলে বাসটিকে আটক করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। আইনের আওতায় এনে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনার স্থায়ী সমাধান দিতে হবে। সড়কের দুইপাশে ফুটপাতের ব্যবস্থা করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দল ঘটনা স্থলে উপস্থিত রয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হাসপাতালে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কয়েকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
জানা গেছে , নারায়নগঞ্জ ট্রাভেলস নামে কুয়াকাটা থেকে বরিশালগামী ওই বাসটি শিক্ষার্থীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে শিক্ষার্থীরা সেরনিয়াবাত সেতুর টোলে বাসটিকে আটক করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে আসে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। আইনের আওতায় এনে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনার স্থায়ী সমাধান দিতে হবে। সড়কের দুইপাশে ফুটপাতের ব্যবস্থা করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দল ঘটনা স্থলে উপস্থিত রয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হাসপাতালে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কয়েকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।