শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়া কাপে বাংলাদেশের বিদায়

আপলোড সময় : ২৩-১০-২০২৪ ১২:৫৯:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৪ ১২:৫৯:৩৩ অপরাহ্ন
ইমার্জিং এশিয়া কাপে সেমিফাইনালের স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশ ‘এ’ দলের। শ্রীলঙ্কার বিরুদ্ধে বাঁচা-মরার ম্যাচে ১৯ রানে হেরে টুর্নামেন্টের গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হলো আকবরদের। শ্রীলঙ্কার দেওয়া ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রানে থামল।

বাংলাদেশের শুরুটা ভালো হলেও তা ধরে রাখতে পারেনি। পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান মিলে প্রথম তিন ওভারে ৩৮ রান তোলেন। তবে ইমন ২৪ রানে আউট হওয়ার পর বাংলাদেশের ব্যাটিংয়ে ধাক্কা লাগে। মিডল অর্ডারের নাঈম শেখ ও তাওহীদ হৃদয় বড় ইনিংস খেলতে ব্যর্থ হন, ফলে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

শেষদিকে আবু হায়দার রনি কিছুটা লড়াই চালালেও ১৮তম ওভারে বিতর্কিত আম্পায়ারিংয়ের কারণে বাংলাদেশ মোমেন্টাম হারায়। ঈশান মালিঙ্গার করা প্রথম বলেই রনি ছক্কা হাঁকিয়েছিলেন, কিন্তু ফিল্ডারদের অনুমোদিত সংখ্যা পূর্ণ না থাকার কারণে নো বল হওয়ার কথা ছিল। কিন্তু আম্পায়ার সেটিকে ডেড বল ঘোষণা করেন, ফলে বাংলাদেশ বিনা বলে ৭ রান ও ফ্রি হিট হারায়।

রনির ৩৮ রানের অপরাজিত ইনিংস সত্ত্বেও বাংলাদেশ ১৪২ রানে থেমে যায়, এবং শ্রীলঙ্কা ১৯ রানে জয়ী হয়ে সেমিফাইনালে পৌঁছে যায়।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ভালো শুরু করে। ওপেনার ইয়াশোদা লঙ্কা ২৩ রান করে রাব্বির বলে আউট হন, এবং লাহিরু উদারা ৩৫ রান করেন। শেষদিকে পাভান রথনায়েকে ২৬ বলে ৪২ রান করে দলের সংগ্রহ ১৬০ পার করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সাহান আরাচচিগে ৩০ রান করেন।

বাংলাদেশের লড়াই শেষ হয়ে যায় ১৪২ রানে, ফলে তারা এশিয়া কাপ থেকে বিদায় নেয়।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv