আর মাত্র কয়েক ঘণ্টা পরই হামাস ও ইসরায়েলের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হতে যাচ্ছে। তারই অংশ হিসেবে দক্ষিণ গাজার রাফাহ শহর থেকে ইসরায়েলি সেনারা সরে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে।
রোববার (১৯ জানুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গাজায় ১৫ মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে। এর কয়েক ঘণ্টা আগেই রাফাহ শহর থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার শুরু হয়েছে।
গাজায় আলজাজিরা আরবির সংবাদদাতা জানিয়েছেন, রাফাহ শহরের কেন্দ্র থেকে ইসরায়েলি সেনাদের বহর সামরিক যানসহ মিশরের সীমান্তের কাছে ফিলাডেলফি করিডোরের দিকে ফিরে যাচ্ছে।
অন্যদিকে, যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, প্রয়োজনে মার্কিন সমর্থনে গাজায় পুনরায় আগ্রাসন শুরু করতে প্রস্তুত রয়েছে ইসরায়েল।
শনিবার স্থানীয় সময় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, "এই যুদ্ধবিরতি স্বল্পস্থায়ী। যদি প্রয়োজন হয়, আমরা আরও আগ্রাসী রূপে গাজায় হামলা চালাব।"
যুদ্ধবিরতিকে নিজের বিজয় উল্লেখ করে নেতানিয়াহু বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তার কথা উল্লেখ করেছেন।
রোববার (১৯ জানুয়ারি) সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গাজায় ১৫ মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে। এর কয়েক ঘণ্টা আগেই রাফাহ শহর থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার শুরু হয়েছে।
গাজায় আলজাজিরা আরবির সংবাদদাতা জানিয়েছেন, রাফাহ শহরের কেন্দ্র থেকে ইসরায়েলি সেনাদের বহর সামরিক যানসহ মিশরের সীমান্তের কাছে ফিলাডেলফি করিডোরের দিকে ফিরে যাচ্ছে।
অন্যদিকে, যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, প্রয়োজনে মার্কিন সমর্থনে গাজায় পুনরায় আগ্রাসন শুরু করতে প্রস্তুত রয়েছে ইসরায়েল।
শনিবার স্থানীয় সময় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, "এই যুদ্ধবিরতি স্বল্পস্থায়ী। যদি প্রয়োজন হয়, আমরা আরও আগ্রাসী রূপে গাজায় হামলা চালাব।"
যুদ্ধবিরতিকে নিজের বিজয় উল্লেখ করে নেতানিয়াহু বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তার কথা উল্লেখ করেছেন।