গাজায় প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ ঢুকবে

আপলোড সময় : ১৯-০১-২০২৫ ১২:০০:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০১-২০২৫ ১২:০০:১২ অপরাহ্ন
হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রতিদিন গাজায় ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশ করবে বলে জানানো হয়েছে। জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা খাদ্য, জ্বালানি এবং চিকিৎসা সরঞ্জাম সরবরাহের জন্য প্রস্তুতি নিচ্ছে।

শনিবার (১৮ জানুয়ারি) মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলআত্তি এক যৌথ সংবাদ সম্মেলনে জানান, মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পন্ন চুক্তি অনুযায়ী গাজায় প্রতিদিন ৬০০ ট্রাক প্রবেশের ব্যবস্থা করা হবে। এর মধ্যে ৫০টি ট্রাকে জ্বালানি থাকবে। সীমান্তে ইতোমধ্যেই মানবিক ত্রাণবাহী শত শত ট্রাক প্রস্তুত রয়েছে। উত্তরাঞ্চলে ত্রাণ পৌঁছানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা দুর্ভিক্ষ রোধে সহায়ক হবে।

লেবাননে সফরকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় বিনা বাধায় ত্রাণ সরবরাহের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন,
"প্রথম দিন থেকেই যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি এবং মানবিক সাহায্যের প্রবেশাধিকার নিয়ে কাজ করছি। আশা করি আগামীকাল এই উদ্দেশ্যগুলো বাস্তবায়িত হবে।"

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিন সরকারের নেতৃত্বাধীন পিএ জোট গাজা উপত্যকার পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, "গাজা উপত্যকার প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।"


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv