রাজনীতিতে ঢুকতে চায় না নির্বাচন কমিশন: সিইসি

আপলোড সময় : ১৯-০১-২০২৫ ১২:১৫:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০১-২০২৫ ১২:১৬:১৪ অপরাহ্ন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নির্ধারিত সময়সীমা মাথায় রেখে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক বিতর্কের মধ্যে যেতে চায় না এবং নির্ধারিত সময় অনুযায়ী ভোট আয়োজনের জন্য কাজ করে যাচ্ছে।

রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অংশগ্রহণের উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এসব মন্তব্য করেন। তিনি বলেন,
“আমরা আইন, বিধিবিধান এবং সিস্টেমের ভেতর থেকে কাজ করব। একটি ফ্রি এবং ফেয়ার নির্বাচনী পরিবেশ তৈরি করতে চাই, যেখানে সব পক্ষ নিয়ম মেনে অংশগ্রহণ করতে পারবে।”

ভোটার তালিকা হালনাগাদের জন্য ইউএনডিপি নির্বাচন কমিশনকে ১৭৫টি ল্যাপটপ, ২০০ ডকুমেন্ট স্ক্যানার এবং ৪,৩০০ ব্যাগ সরবরাহ করেছে। এগুলো সিইসির কাছে হস্তান্তর করেন জাতিসংঘের বাংলাদেশ আবাসিক প্রতিনিধি স্টিফেন।

ইসি জানিয়েছে, ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন হবে। সোমবার (২০ জানুয়ারি) সাভারে কেন্দ্রীয় কর্মসূচির মাধ্যমে এই কার্যক্রম শুরু হবে। এ প্রক্রিয়ায় সারা দেশে ৬৫ হাজার কর্মী নিযুক্ত থাকবে।

সিইসি বলেন, "ইসি একটি বিতর্কমুক্ত ভোটার তালিকা প্রস্তুত করতে চায় এবং তা নিরপেক্ষ ও সবার জন্য গ্রহণযোগ্য হবে।আমাদের লক্ষ্য হলো সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে কাজ করছি।"


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv