লখনৌয়ের অধিনায়ক হচ্ছেন রিশভ পন্ত

আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০১:১১:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০১:১১:৫৩ অপরাহ্ন
গত বছরের মেগা নিলামে রিশভ পন্ত অতীতের সব রেকর্ড ভেঙে আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় হন। ২৭ কোটি রুপিতে তাকে দলে নেয় লখনৌ সুপার জায়ান্টস (এলএসজি)। এবার সেই পন্তের হাতেই নেতৃত্ব তুলে দিতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

আইপিএল ২০২৫-এ লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক হতে চলেছেন ভারতীয় উইকেটকিপার রিশভ পন্ত। তার আগে দলটির নেতৃত্বে ছিলেন আরেক উইকেটকিপার লোকেশ রাহুল। ২০২২ সালে আইপিএলে যাত্রা শুরুর পর প্রথম তিন মৌসুম লখনৌর অধিনায়কত্ব করেন রাহুল। তার অধীনে প্রথম দুই মৌসুমে ফাইনালে উঠলেও, গত মৌসুমে সপ্তম হয়ে হতাশ করেছে এলএসজি।

পন্ত এলএসজির দ্বিতীয় অধিনায়ক। এর আগে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তবে অধিনায়কত্ব নিয়ে বিতর্কের কারণে দিল্লি ছাড়েন পন্ত। নিলামে এলএসজি তাকে দলে ভেড়ানোর জন্য সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে তীব্র প্রতিযোগিতায় নেমে শেষ পর্যন্ত ২৭ কোটি রুপিতে কেনে।

এলএসজি নিলামের আগে পাঁচ খেলোয়াড়কে ধরে রেখেছিল। তারা হলেন নিকোলাস পুরান, রবি বিষ্ণয়ী, মায়াঙ্ক যাদব, আয়ুশ বাদোনি ও মহসিন খান। তবে অধিনায়কত্বের জন্য ভারতীয় খেলোয়াড়কেই বেছে নিতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। তাই পন্তের পাশাপাশি বিবেচনায় ছিলেন শ্রেয়াস আইয়ারও।

২০১৬ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন পন্ত। ২০২১ সালে তিনি ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক হন। তবে ২০২২ সালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কারণে ২০২৩ মৌসুমে খেলতে পারেননি।

পন্তের নেতৃত্বে এলএসজিতে খেলবেন ডেভিড মিলার, মিচেল মার্শ, নিকোলাস পুরান, এইডেন মার্করাম, আকাশ দীপ ও আভেশ খানের মতো তারকারা। দলটির হেড কোচ হিসেবে আছেন জাস্টিন ল্যাঙ্গার এবং মেন্টর হিসেবে আছেন জহির খান।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv