যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাস জিম্মিদের তালিকা না দেয়ায় পূর্বঘোষিত সময় অনুযায়ী গাজায় যুদ্ধবিরতি শুরু হয়নি। ইসরাইল জানিয়েছে, জিম্মিদের তালিকা না দেয়া পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না।
রোববার (১৯ জানুয়ারি) ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেন, যতক্ষণ না হামাস যুদ্ধবিরতির শর্ত পূরণ করছে, ততক্ষণ গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না।
ইসরাইলি গণমাধ্যমে জানানো হয়েছে, যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছিল, বন্দি বিনিময়ের আগে কমপক্ষে ২৪ ঘণ্টা আগে জিম্মিদের তালিকা সরবরাহ করতে হবে। তবে হামাস জানিয়েছে, কারিগরি কারণে তাদের তালিকা সরবরাহে বিলম্ব হচ্ছে।
হামাস তাদের বিবৃতিতে জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।
আইডিএফ মুখপাত্র বলেন, স্থানীয় সময় সাড়ে ৮টা পর্যন্ত হামাস তাদের বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী গাজায় তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে, যতক্ষণ না এই বাধ্যবাধকতা পূরণ হচ্ছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মুক্তি দেয়া হবে এমন জিম্মিদের তালিকা না দেয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে না। তার দফতর থেকে বলা হয়, “প্রধানমন্ত্রী সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে সকাল সাড়ে ৮টার দিকে যুদ্ধবিরতি কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে না।”
যুদ্ধবিরতির সময় স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৮টায় কার্যকর হওয়ার কথা ছিল, যেটি কাতারের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছিল।
এদিকে, ১৫ মাসের বেশি সময় ধরে গাজায় ইসরাইলের নির্বিচার হামলায় ৪৬ হাজার ৮৯৯ ফিলিস্তিন নিহত হয়েছে, এবং ১ লাখ ১০ হাজার ৭২৫ জন আহত হয়েছেন। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
রোববার (১৯ জানুয়ারি) ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক বিবৃতিতে বলেন, যতক্ষণ না হামাস যুদ্ধবিরতির শর্ত পূরণ করছে, ততক্ষণ গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না।
ইসরাইলি গণমাধ্যমে জানানো হয়েছে, যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছিল, বন্দি বিনিময়ের আগে কমপক্ষে ২৪ ঘণ্টা আগে জিম্মিদের তালিকা সরবরাহ করতে হবে। তবে হামাস জানিয়েছে, কারিগরি কারণে তাদের তালিকা সরবরাহে বিলম্ব হচ্ছে।
হামাস তাদের বিবৃতিতে জানিয়েছে, তারা যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।
আইডিএফ মুখপাত্র বলেন, স্থানীয় সময় সাড়ে ৮টা পর্যন্ত হামাস তাদের বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী গাজায় তাদের সামরিক অভিযান চালিয়ে যাবে, যতক্ষণ না এই বাধ্যবাধকতা পূরণ হচ্ছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মুক্তি দেয়া হবে এমন জিম্মিদের তালিকা না দেয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে না। তার দফতর থেকে বলা হয়, “প্রধানমন্ত্রী সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে সকাল সাড়ে ৮টার দিকে যুদ্ধবিরতি কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে না।”
যুদ্ধবিরতির সময় স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৮টায় কার্যকর হওয়ার কথা ছিল, যেটি কাতারের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছিল।
এদিকে, ১৫ মাসের বেশি সময় ধরে গাজায় ইসরাইলের নির্বিচার হামলায় ৪৬ হাজার ৮৯৯ ফিলিস্তিন নিহত হয়েছে, এবং ১ লাখ ১০ হাজার ৭২৫ জন আহত হয়েছেন। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।