রেলওয়ে প্রকল্পের মাধ্যমে নিয়োগ পাওয়া গেটকিপাররা বকেয়া বেতন এবং চাকরি স্থায়ী করার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন। রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে রেলপথ মন্ত্রণালয়ের সামনে প্রায় ২৫০ জন গেটকিপার এই কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে অংশ নিয়ে গেটকিপার মনিরুল ইসলাম বলেন, “২০১৮ সালে আমাদের নিয়োগ দেওয়া হয় এবং আমরা পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে দায়িত্ব পালন করছি। এতদিনেও আমাদের চাকরি স্থায়ী করা হয়নি। গত ৭-৮ মাস ধরে আমরা বেতন পাচ্ছি না। এ নিয়ে বারবার কর্তৃপক্ষের কাছে জানিয়েছি, কিন্তু কোনো সাড়া পাইনি। আমরা চাই, আমাদের সরাসরি নিয়োগের মাধ্যমে ১ হাজার ৫০৫ জনকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হোক।”
অন্য গেটকিপাররা বলেন, “বেতন না পেয়ে আমরা চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি। পরিবার চালানো এখন প্রায় অসম্ভব হয়ে গেছে। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। কর্মস্থলে ন্যূনতম সুবিধার অভাব যেমন পানি, বিদ্যুৎ ও টয়লেটের ব্যবস্থা না থাকায় আমাদের কাজ করা কঠিন হয়ে পড়েছে। আমাদেরও মৌলিক অধিকার আছে।”
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নিয়োগ কমিটির সদস্য সচিব মইনুল ইসলামের পদত্যাগের দাবি জানান এবং তাদের বকেয়া বেতনসহ চাকরি স্থায়ী করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে অংশ নিয়ে গেটকিপার মনিরুল ইসলাম বলেন, “২০১৮ সালে আমাদের নিয়োগ দেওয়া হয় এবং আমরা পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে দায়িত্ব পালন করছি। এতদিনেও আমাদের চাকরি স্থায়ী করা হয়নি। গত ৭-৮ মাস ধরে আমরা বেতন পাচ্ছি না। এ নিয়ে বারবার কর্তৃপক্ষের কাছে জানিয়েছি, কিন্তু কোনো সাড়া পাইনি। আমরা চাই, আমাদের সরাসরি নিয়োগের মাধ্যমে ১ হাজার ৫০৫ জনকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা হোক।”
অন্য গেটকিপাররা বলেন, “বেতন না পেয়ে আমরা চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি। পরিবার চালানো এখন প্রায় অসম্ভব হয়ে গেছে। কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। কর্মস্থলে ন্যূনতম সুবিধার অভাব যেমন পানি, বিদ্যুৎ ও টয়লেটের ব্যবস্থা না থাকায় আমাদের কাজ করা কঠিন হয়ে পড়েছে। আমাদেরও মৌলিক অধিকার আছে।”
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা নিয়োগ কমিটির সদস্য সচিব মইনুল ইসলামের পদত্যাগের দাবি জানান এবং তাদের বকেয়া বেতনসহ চাকরি স্থায়ী করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।