প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী পরিচয়ে প্রতারণা-চাঁদাবাজি, গ্রেপ্তার ১

আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০৩:২২:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০৩:২২:৪১ অপরাহ্ন
নিজেকে কখনো প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, কখনো সাংবাদিক আবার কখনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি পরিচয়ে পুলিশের কর্মকর্তাসহ বিভিন্ন মানুষের সাথে অভিনব উপায়ে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিল এক প্রতারক। পুলিশের তদন্তে জানা গেছে, তার নাম কামাল খান ওরফে শাহ কামাল খান (৪৬)।

শুক্রবার (১৮ জানুয়ারি) তাকে ট্রাফিক ডেমরা জোন পুলিশের সহায়তায় গ্রেপ্তার করা হয়। ডেমরা থানার সূত্রে জানা যায়, ১৬ জানুয়ারি ডেমরা থানার রাণীমহল এলাকায় সরকারি দায়িত্ব পালনকালে কামাল তার মোবাইল নম্বরে পুলিশ পরিদর্শক (শহর ও যান) জি এম মুসাকে ফোন করে। তিনি নিজেকে প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তি পরিচয় দিয়ে মুসার কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে, তিনি তার বিরুদ্ধে আইজিপি কমপ্লেইন সেল, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ দিয়ে হয়রানি করবে বলে ভয় দেখান।

পুলিশ পরিদর্শক মুসা তার সহকর্মীদের সঙ্গে এই বিষয়টি আলোচনা করেন এবং জানতে পারেন যে, কামাল অন্যান্য পুলিশ সদস্যদের কাছেও একই পরিচয়ে চাঁদা দাবি করে আসছিলেন। পরবর্তীতে, ১৮ জানুয়ারি কৌশলে তাকে ডেমরা থানার মাতুয়াইল ইউলুপ এলাকায় নিয়ে এসে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মুসা বাদী হয়ে ডেমরা থানায় কামালের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির মামলা করেন। ডিএমপি সহকারী পুলিশ কমিশনার জাহাঙ্গীর কবির জানান, কামাল একজন পেশাদার প্রতারক। তিনি বিভিন্ন পরিচয়ে পুলিশ কর্মকর্তাসহ অন্যান্য মানুষের সাথে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিলেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এ অভিযোগ স্বীকার করেছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv