এস কে সুরের বাসায় দুদকের অভিযান, সোয়া ১৭ লাখ টাকা উদ্ধার

আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০৪:৩২:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০৪:৩২:২৫ অপরাহ্ন
দুর্নীতির মামলায় গ্রেফতার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার এস কে সুর চৌধুরীর ধানমন্ডির বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযানে তার বাসা থেকে নগদ সোয়া ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।রোববার ১৯ জানুয়ারি বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। দুদক পরিচালক মো. সাইমুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে।দুদক মহাপরিচালক বলেন, ‘এসকে সুরের বাসায় অভিযান চালানো হয়েছে। আপনাদের এ সংক্রান্ত তথ্য পরে জানানো হবে।’এর আগে গত ১৪ জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের সহায়তায় সংস্থাটির উপপরিচালক নাজমুল হোসাইনের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করে। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গত ২৩ ডিসেম্বর দায়ের করা মামলায় গ্রেফতার দেখানোর পর এস কে সুরকে আদালতে হাজির করা হয়।

আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে তাকে দুদকে তলব করা হয়। এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।

 


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv