বিচ্ছেদের গুজবের মধ্যে মিশেলকে জন্মদিনের শুভেচ্ছা ওবামার

আপলোড সময় : ১৯-০১-২০২৫ ০৪:৫৭:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০১-২০২৫ ০৪:৫৭:৫০ অপরাহ্ন
বিচ্ছেদের গুজবের মধ্যে স্ত্রী মিশেল ওবামাকে ৬১তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এই শুভেচ্ছাবার্তা এমন সময়ে এসেছে, যখন সামাজিক মাধ্যমে তাদের বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়েছে। মূলত গুজবের সূত্রপাত হয়, মিশেলের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের ২০ জানুয়ারির অভিষেক অনুষ্ঠানে না যাওয়ার খবর থেকে।শনিবার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি।ওবামার অফিস জানিয়েছে, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত।  তবে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না।তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।  এছাড়াও, সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের শেষকৃত্যে ওবামার সঙ্গে মিশেল উপস্থিত ছিলেন না মিশেল। যা গুজবকে আরও উসকে দিয়েছে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে এ দম্পতিকে নিয়ে বিচ্ছেদের জল্পনা শুরু হয়।

শুক্রবার সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) স্ত্রীর সঙ্গে এক ছবি শেয়ার করে বারাক ওবামা বলেন, ‘আমার জীবনের প্রেম মিশেল ওবামাকে জন্মদিনের শুভেচ্ছা। তুমি প্রতিটি ঘরকে উষ্ণতা, জ্ঞান, রসবোধ এবং সৌন্দর্যে ভরিয়ে দাও - এবং তা করতে দারুণ দেখাও। তোমার সঙ্গে জীবনের প্রতিটি অভিযানে যেতে পেরে আমি খুবই ভাগ্যবান। তোমাকে ভালোবাসি’!
মিশেল ওবামা দ্রুত উত্তর দিয়ে বলেন, ‘ভালোবাসি, প্রিয়’। সঙ্গে দুটি ইমোজি জুড়ে দেন। যেখানে হৃদয় এবং চুম্বন প্রেরণের চিহ্ন ছিল।

বারাক ওবামা, ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন, তার রাজনৈতিক যাত্রার শুরু থেকেই মিশেল ওবামার সমর্থন পেয়েছেন। মিশেল ওবামা কেবল একজন ফার্স্ট লেডি ছিলেন না, তিনি একজন সফল আইনজীবী এবং লেখক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। তার লেখা স্মৃতিকথা বিশ্বব্যাপী বেস্টসেলার বইয়ের তালিকায় রয়েছে। তাদের দুই মেয়ে মালিয়া এবং সাশাকে নিয়ে আগ্রহ হয়েছে নেটিজেনদের।  তবে ওবামা ও মিশেল সবসময় চেষ্টা করেছেন তাদের ব্যক্তিগত জীবনকে সুরক্ষিত রাখতে। 


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv