ডজনখানেক উচ্চপদস্থ কূটনীতিককে পদত্যাগের নির্দেশ ট্রাম্পের

আপলোড সময় : ২১-০১-২০২৫ ০৯:৩০:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০১-২০২৫ ০৯:৩০:২৩ পূর্বাহ্ন
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের রদবদল শুরু করেছেন। ইতোমধ্যেই এক ডজনেরও বেশি উচ্চপদস্থ কূটনীতিককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (২১ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প প্রশাসনের নীতিমালা দ্রুত বাস্তবায়নের জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) ট্রাম্পের শপথের আগে বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগ করেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন জন বাস, যিনি এশিয়া, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের নীতিমালা তদারকির দায়িত্বে ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রানজিশন টিম বিভাগের জনশক্তি ও অভ্যন্তরীণ সমন্বয় তদারককারী তিনজন জ্যেষ্ঠ কূটনীতিককে পদত্যাগ করতে বলা হয়েছে। পাশাপাশি আন্ডার সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পর্যায়ের সব কর্মকর্তার পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv