শুধু সরকার পরিবর্তনে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না : রুমিন ফারহানা

আপলোড সময় : ৩১-১০-২০২৪ ১১:৩৯:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৪ ১১:৩৯:৩৯ পূর্বাহ্ন
শুধু সরকার পরিবর্তনের মধ্য দিয়ে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তার মতে, এর জন্য রাজনীতির পরিবর্তন দরকার।বুধবার (৩০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ‘গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ’ আয়োজিত ‘গণঅভ্যুত্থান- গণতান্ত্রিক রাষ্ট্র : নাগরিক বিতর্ক’- শীর্ষক মতবিনিময় সভায় রুমিন ফারহানা এ কথা বলেন।তিনি বলেন, রাজনীতির পরিবর্তন না হলে শুধু সরকার পতন কিংবা পরিবর্তনের মধ্য দিয়ে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। রাজনীতি যদি ঠিক না হয়- তাহলে একটা নির্বাচন, একটা শাসন পরিবর্তন কখনো মানুষের ভাগ্যের পরিবর্তন আনতে পারবে না।রুমিন ফারহানা বলেন, রাজনীতি পরিবর্তনের দায়িত্ব শুধু রাজনীতিবিদদের নয়, এখানে জনগণেরও দায়বদ্ধতা রয়েছে। তাই রাজনীতিবিদদের দুর্বৃত্তায়িত হওয়ার কতটুকু স্বাধীনতা দেবেন, সেটা আপনারা জনগণই নির্ধারণ করবেন। পরবর্তী প্রজন্মের জন্য, সুষ্ঠু ধারার রাজনীতির জন্য জনগণকে এটির পরিবর্তন করতে হবে।

তিনি বলেন, একটা মানুষের ৮০০ বাড়ি থাকে বিদেশে, ১৪ বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়ে যায়। এসব ঘটনা জেনে এত ঘৃণা লেগেছে, মানুষ এতটা লোভী হতে পারে। কতটা লোভী মানুষের কাছে আমরা আমাদের রাজনীতি নিয়ে গিয়েছি, ভাবতে অবাক লাগছে। এই রাজনীতির অবশ্যই পরিবর্তন করতে হবে।বিএনপির এই নেত্রী বলেন, এটা গণঅভ্যুত্থান নাকি বিপ্লব- এই বিতর্ককে আমি সুস্থ বিতর্ক হিসেবে দেখি। এখানে একপক্ষ অন্যপক্ষকে আক্রমণ করার কোনো সুযোগ নেই। এই আন্দোলন শুধু পাঁচ বছর পর পর সরকার পরিবর্তনের আন্দোলন নয়, এটি ভোটের আন্দোলন নয়, নিজের পছন্দের সরকারকে বসানোরও আন্দোলন নয়। তাই এটি গণঅভ্যুত্থান নাকি বিপ্লব, নির্বাচনের জন্য লড়াই নাকি রাষ্ট্র কাঠামো পরিবর্তনের লড়াই- সেটা জনগণ তার সঠিক পথ বাছাইয়ের মধ্য দিয়ে নির্ধারণ করে দেবে।ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ২০১৮ সালে একটা গ্রাফিতি ছিল দেয়ালে দেয়ালে, রাষ্ট্র মেরামতের কাজ চলছে। তাই জুলাইয়ের এই আন্দোলন হঠাৎ ঘটে যাওয়া কিছু নয়। অনেক আগে থেকে সমাজের একটা অংশ ফ্যাসিবাদের ‘টপ টু বটম’ পরিবর্তন চেয়েছে, রাষ্ট্র কাঠামোর পরিবর্তন চেয়েছে। তাই এটিকে শুধু দেড় মাসের আন্দোলন বলা যাবে না।গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আহ্বায়ক শেখ আব্দুর নূর এতে সভাপতিত্ব করেন।


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv