কুয়েতে মানব পাচার ও স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে তিন বাংলাদেশি গ্রেপ্তার

আপলোড সময় : ২১-০১-২০২৫ ১১:০১:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২১-০১-২০২৫ ১১:০২:২৫ পূর্বাহ্ন
কুয়েতে মানব পাচার এবং স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস জানায়, রেসিডেন্সি জেনারেল ডিপার্টমেন্টের মাধ্যমে মানব পাচারের সঙ্গে জড়িত দুই বাংলাদেশি এবং সরকারি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমে জাল স্ট্যাম্প তৈরির অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) এক বিবৃতিতে জেনারেল ডিরেক্টরেট অব সিকিউরিটি রিলেশনস অ্যান্ড মিডিয়া জানিয়েছে, মানব পাচারে অভিযুক্ত দুই ব্যক্তি স্বীকার করেছেন যে, তারা ভিসা বাবদ ১৭০০ থেকে ১৯০০ কুয়েতি দিনার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ টাকা) পর্যন্ত ফি আদায় করতেন।

তৃতীয় অভিযুক্ত ব্যক্তি সরকারি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের জন্য জাল স্ট্যাম্প তৈরির কাজে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে গ্রেপ্তার বাংলাদেশিদের পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com