জামালপুরে গোপন বৈঠক করার সময় ৮ জন আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর বাড়ি পাথালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক পৌর মেয়র ছানুর বাড়িতে রাতে গোপন বৈঠক করছিল কয়েকজন নেতাকর্মী। পরিকল্পনা করার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা সাবেক মেয়র ছানুর অনুসারী ও আওয়ামী লীগের কর্মী। তাদের মধ্যে রয়েছেন পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মাহমুদুর রহমান (৪৫), আব্দুল মজিদ, আক্রাম হোসেন (৫২), আব্দুল মান্নান (৪৮), মো. হেলাল উদ্দিন (৪৫), মো. রাশেদুল ইসলাম (১৯), মো. শামীম (৩৮) এবং বিজয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, আটককৃতরা নাশকতার পরিকল্পনা করছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাদের পরিকল্পনা তদন্ত করে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, সাবেক পৌর মেয়র ছানুর বাড়িতে রাতে গোপন বৈঠক করছিল কয়েকজন নেতাকর্মী। পরিকল্পনা করার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা সাবেক মেয়র ছানুর অনুসারী ও আওয়ামী লীগের কর্মী। তাদের মধ্যে রয়েছেন পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মাহমুদুর রহমান (৪৫), আব্দুল মজিদ, আক্রাম হোসেন (৫২), আব্দুল মান্নান (৪৮), মো. হেলাল উদ্দিন (৪৫), মো. রাশেদুল ইসলাম (১৯), মো. শামীম (৩৮) এবং বিজয়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, আটককৃতরা নাশকতার পরিকল্পনা করছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাদের পরিকল্পনা তদন্ত করে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হবে।