
ফ্র্যাঞ্চাইজি লিগের বড় আকর্ষণ বরাবরই বিদেশি তারকা ক্রিকেটাররা। বিপিএল, পিএসএল বা এলপিএল—সব লিগেই বিদেশি তারকাদের উপস্থিতি টুর্নামেন্টের মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫ আসরে এ দিক দিয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। ডেভিড ওয়ার্নার, কেইন উইলিয়ামসন, ফিন অ্যালেন, ড্যারিল মিচেলসহ নামী তারকাদের নিয়ে আসরটি এবার আরও জমকালো হয়ে উঠেছে।
পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) বিদেশি তারকাদের আকৃষ্ট করতে অভিনব উদ্যোগ নিয়েছে। পিএসএলের প্লাটিনাম ক্যাটাগরির খেলোয়াড়দের জন্য বোর্ড একটি ১০ লাখ ডলারের বিশেষ তহবিল গঠন করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ১৬ লাখ টাকা। এই তহবিল থেকে প্রতি খেলোয়াড়কে অতিরিক্ত ১ লাখ ডলার প্রদান করা হবে।
উদাহরণস্বরূপ, ড্রাফট থেকে ডেভিড ওয়ার্নারকে করাচি কিংস ২ লাখ ডলারে দলে ভিড়িয়েছে। এর সঙ্গে পিসিবির অতিরিক্ত ১ লাখ ডলার যোগ হওয়ায় ওয়ার্নারের মোট পারিশ্রমিক দাঁড়িয়েছে ৩ লাখ ডলার। একইভাবে কেইন উইলিয়ামসনও ইতিহাসের সর্বোচ্চ বেতনের খেলোয়াড়দের তালিকায় যুক্ত হচ্ছেন।
এর আগে পিএসএলে সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় ছিলেন কাইরন পোলার্ড (২.৫ লাখ ডলার) এবং এবি ডি ভিলিয়ার্স (২.৩ লাখ ডলার)। তবে নতুন ব্যবস্থার ফলে এবার এই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাবে পিএসএল।
বিদেশি খেলোয়াড়দের প্রতি আর্থিক নিশ্চয়তা ও প্রণোদনা পিএসএলকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের শীর্ষ পর্যায়ে নিয়ে যাচ্ছে। এই উদ্যোগ শুধু তারকা ক্রিকেটারদের আকৃষ্টই করছে না, একই সঙ্গে লিগের বাণিজ্যিক মানও বাড়াচ্ছে। ২০২৫ সালের আসর তাই হতে যাচ্ছে পিএসএলের অন্যতম স্মরণীয় অধ্যায়।
পিসিএলের এবারের আসরে ৬ প্লাটিনাম খেলোয়াড়:
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কেইন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড), ফিন অ্যালেন (নিউজিল্যান্ড), ম্যাথু শর্ট (অস্ট্রেলিয়া), শন অ্যাবট (অস্ট্রেলিয়া)।
পিসিবি (পাকিস্তান ক্রিকেট বোর্ড) বিদেশি তারকাদের আকৃষ্ট করতে অভিনব উদ্যোগ নিয়েছে। পিএসএলের প্লাটিনাম ক্যাটাগরির খেলোয়াড়দের জন্য বোর্ড একটি ১০ লাখ ডলারের বিশেষ তহবিল গঠন করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ১৬ লাখ টাকা। এই তহবিল থেকে প্রতি খেলোয়াড়কে অতিরিক্ত ১ লাখ ডলার প্রদান করা হবে।
উদাহরণস্বরূপ, ড্রাফট থেকে ডেভিড ওয়ার্নারকে করাচি কিংস ২ লাখ ডলারে দলে ভিড়িয়েছে। এর সঙ্গে পিসিবির অতিরিক্ত ১ লাখ ডলার যোগ হওয়ায় ওয়ার্নারের মোট পারিশ্রমিক দাঁড়িয়েছে ৩ লাখ ডলার। একইভাবে কেইন উইলিয়ামসনও ইতিহাসের সর্বোচ্চ বেতনের খেলোয়াড়দের তালিকায় যুক্ত হচ্ছেন।
এর আগে পিএসএলে সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় ছিলেন কাইরন পোলার্ড (২.৫ লাখ ডলার) এবং এবি ডি ভিলিয়ার্স (২.৩ লাখ ডলার)। তবে নতুন ব্যবস্থার ফলে এবার এই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাবে পিএসএল।
বিদেশি খেলোয়াড়দের প্রতি আর্থিক নিশ্চয়তা ও প্রণোদনা পিএসএলকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের শীর্ষ পর্যায়ে নিয়ে যাচ্ছে। এই উদ্যোগ শুধু তারকা ক্রিকেটারদের আকৃষ্টই করছে না, একই সঙ্গে লিগের বাণিজ্যিক মানও বাড়াচ্ছে। ২০২৫ সালের আসর তাই হতে যাচ্ছে পিএসএলের অন্যতম স্মরণীয় অধ্যায়।
পিসিএলের এবারের আসরে ৬ প্লাটিনাম খেলোয়াড়:
ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), কেইন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড), ফিন অ্যালেন (নিউজিল্যান্ড), ম্যাথু শর্ট (অস্ট্রেলিয়া), শন অ্যাবট (অস্ট্রেলিয়া)।