পারিশ্রমিক না পেয়ে রাজশাহীর বিপক্ষে বিসিবিতে নালিশ বিদেশির

আপলোড সময় : ২১-০১-২০২৫ ০২:৩১:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০১-২০২৫ ০২:৩১:১২ অপরাহ্ন
দুর্বার রাজশাহী মাঠে সুবিধা করতে না পারলে একের পর এক অভিযোগে পেছনে ফেলেছে অন্যান্য ফ্র্যাঞ্চাইজিদের। বকেয়া পারিশ্রমিক আদায়ে খেলোয়াড়দের অনুশীলন বয়কট এবং ম্যাচের দুই ঘণ্টা আগে অধিনায়ক পরিবর্তনের কারণে দলটি সমালোচিত হয়েছে। এবার আবার বকেয়া পারিশ্রমিক নিয়ে অভিযোগ উঠেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে।

লঙ্কান ক্রিকেটার লাহিরু সামারাকুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন যে, তিনি এখনও তার বকেয়া পারিশ্রমিক পাননি। তিনি হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে বিসিবির কর্মকর্তাদের বিষয়টি জানান। বিসিবি জানিয়েছে, তারা বেশ কয়েকজন খেলোয়াড়ের কাছ থেকে একই ধরনের অভিযোগ পেয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

দুর্বার রাজশাহী এখন পর্যন্ত ৯ ম্যাচে ৩টি জিতেছে এবং পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছে। সামারাকুন এবারের বিপিএলে রাজশাহীর হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। আগের চট্টগ্রাম পর্বে ফ্র্যাঞ্চাইজির বকেয়া পারিশ্রমিকের অভিযোগ প্রথম উঠে, যখন দেশি খেলোয়াড়রা অনুশীলন বয়কট করে। পরে বিসিবির হস্তক্ষেপে ৫০ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করা হয়। তবে সামারাকুনের দাবি, তিনি এখনও তার বাকি অর্থ পাননি, যা রাজশাহী তার সঙ্গে ১৫ হাজার মার্কিন ডলারে চুক্তি করেছিল।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv