টিউশনি পড়াতে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ল হামিদ

আপলোড সময় : ২১-০১-২০২৫ ০৩:৩৯:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০১-২০২৫ ০৩:৩৯:৩০ অপরাহ্ন
নরসিংদীতে টিউশনি পড়াতে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আব্দুল হামিদ খান (৪৪) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আব্দুল হামিদ খান সদর উপজেলার নজরপুর ইউনিয়নের ছঘরিয়াপাড়া এলাকার আব্দুর রশিদ খানের ছেলে। তিনি নরসিংদী শহরে বসবাস করে টিউশনি করতেন।

নিহতের স্বজনদের বরাতে উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম জানান, আব্দুল হামিদ খান টিউশনি করার জন্য প্রতিদিন বাদুয়ারচর এলাকায় যাতায়াত করতেন। সকালে তিনি অসাবধানতাবশত রেললাইন ধরে হেঁটে ওই এলাকায় যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv