সানবিট ম্যাজিক প্রেস - সাশ্রয় এবং স্বাচ্ছন্দ্যের ভিন্ন মাত্রা

আপলোড সময় : ৩১-১০-২০২৪ ১২:০৬:১৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-১০-২০২৪ ১২:০৬:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: প্রতিদিন জীবনের তাগিদে আমরা ছুটে বেড়াই, অক্লান্ত পরিশ্রম করি। শহুরে জীবনে জ্যামে আটাকানো এখন বাধ্যতামূলক বিষয়বস্তু হয়ে যাচ্ছে আমাদের প্রাত্যহিক দিনে। সবার হাতেই যেন সময়ের অভাব। এই ব্যস্ত সময়ে যদি বাসার একটি কাজে কিছুটা সময় কম লাগে তাহলে মন্দ কি? একমাত্র বিবর্তনই আসলে সত্য। আধুনিকতার ছোঁয়া লেগেছে আমাদের সবার জীবনেই। রিমার্ক এলএলসি ইউএসএ এর অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করার প্রয়াসে কাজ করে যাচ্ছে। তিন বছরের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ফসল বাংলাদেশের একমাত্র ম্যাজিক প্রেস ডিস্পেন্সিং সিস্টেমে লিকুইড ডিশ ওয়াশ “রিফ্রেশিং লাইম” নিয়ে এসেছে বাজারে। সানবিট প্রতিনিয়ত নতুন উদ্ভাবনে বিশ্বাসী। ম্যাজিক প্রেসের প্রবর্তন লিকুইড ডিস্পেন্সিং এক্সপেরিয়েন্সে সাশ্রয় এবং স্বাচ্ছন্দ্যের নতুন মাত্রা যোগ করেছে। এই টেকনোলজিটি বর্তমানে দেশে আর কারো কাছে নেই।

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ডিশ ওয়াশিং এক্সপেরিয়েন্সটিকে এক ভিন্ন মাত্রা দিতে রিমার্ক এইচবি-এর নতুন সংযোজন সানবিট ম্যাজিক প্রেস। ম্যাজিক প্রেস ডিস্পেন্সিং সিস্টেমে ডিশ ওয়াশিং খুব সহজ হয়ে গিয়েছে। মাত্র ২ সেকেন্ডের ম্যাজিক প্রেসে সরাসরি লিকুইড ডিশ ওয়াশ থালাবাসনের উপর প্রয়োগ করে ধুয়ে ফেলা যাবে সিংক ভর্তি এঁটো থালাবাসন। অল্প একটু সানবিট ডিশওয়াশ লিকুইডে অনেক ফেনা হয় তাই, অনেকগুলো থালাবাসন একবারেই পরিষ্কার করা যাবে যা দারুণ সাশ্রয়ী। ম্যাজিক প্রেসে আপনি সরাসরি লিকুইড ডিশ ওয়াশ থালাবাসনের উপর প্রয়োগ করতে পারবেন আপনার যতটুকু দরকার ঠিক ততটুকুই। সানবিটের ব্র্যান্ড এম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়িকা পরিমনি বলেন, “আপনার রান্নাঘরে সানবিট এনে দিবে নতুন চমক। বাংলাদেশের প্রথম ম্যাজিক প্রেস টেকনোলজির সাথে এক্সট্রিম গ্রীজ কাটার ফর্মুলা যা একদমই অল্প পরিশ্রমে আপনাকে দেবে সম্পূর্ণ নতুন এক ডিশওয়াশিং এক্সপেরিয়েন্স”

সানবিটের ব্র্যান্ড হেড শাহরিয়ার মোহতাদি বলেন, “সর্বাধুনিক প্রযুক্তিতে বাংলাদেশে তৈরি হচ্ছে হোম কেয়ার ও পার্সোনাল কেয়ারের পণ্য। মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রতিষ্ঠিত ইকো ফ্রেন্ডলি ফ্যাক্টরিতে সব পণ্য আস্থার সাথে তৈরি ও বাজারজাত করে যাচ্ছি এবং আগামীতে আমরা আরো বেশ কিছু পণ্য সংযোজন করবো। বাংলাদেশের ডিশওয়াশ ব্র্যান্ড হিসেবে একমাত্র সানবিট-ই ৯৯.৯৯% জীবাণুমুক্ততার ওয়াফেন রিসার্চ ল্যাব সার্টিফিকেশন অর্জন করেছে।  বাংলাদেশের মানুষের হাতে সুলভ মূল্যে নিজের দেশে তৈরি বিশ্বমানের পণ্য পৌঁছে দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আর এই লক্ষ্য নিয়েই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত।”
 


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv