বিয়ের মেহেদি শুকানোর আগেই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

আপলোড সময় : ২২-০১-২০২৫ ১০:০৮:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২২-০১-২০২৫ ১০:০৮:৪৬ পূর্বাহ্ন
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নির্মাণাধীন কালভার্টের গর্তে পড়ে রাকিব জমাদ্দার (২৩) নামে সদ্য বিবাহিত এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা সুব্রত হালদার (২০) আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে চরখালি-মঠবাড়িয়া সড়কের ইকড়ি-ঝাউতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাকিব মঠবাড়িয়া উপজেলার ভগীরতপুর ইউনিয়নের ছোটশৌলা গ্রামের কবির জমাদ্দারের ছেলে। আহত সুব্রত ইন্দুরকানি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রবীন্দ্রনাথ হালদারের ছেলে।

নিহত রাকিবের বন্ধু সাইফ ইমন বলেন, ‘রাকিব ও সুব্রত রাতে ঘুরতে বের হয়েছিল। ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় রাকিব ঘটনাস্থলেই মারা যায়। মাত্র তিন দিন আগে, ১৮ জানুয়ারি, রাকিবের বিয়ে হয়েছিল।’

মিরুখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মনির হাওলাদার বলেন, ‘চরখালি থেকে আসা একটি মোটরসাইকেল ইকড়ি-ঝাউতলা এলাকায় নির্মাণাধীন কালভার্টের গর্তে পড়ে। এতে চালক রাকিব জমাদ্দার ঘটনাস্থলেই মারা যান। আহত সুব্রতকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

ভাণ্ডারিয়া থানার ওসি আহমদ আনওয়ার বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও মরদেহ উদ্ধার করা যায়নি। নিহতের পরিবার মরদেহ বাড়িতে নিয়ে গেছে। ঘটনাস্থল ভাণ্ডারিয়া থানার এলাকায় এবং নিহতের বাড়ি মঠবাড়িয়ায় হওয়ায় মঠবাড়িয়া থানাকে জানানো হয়েছে।’

মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv