টিকিট জটিলতার কারণে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীরা আজ সকালে রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন। গত বছর কাজের সুযোগ পাওয়ার পরও তারা মালয়েশিয়ায় যেতে পারেননি, এমন কর্মীর সংখ্যা প্রায় আঠারো হাজার।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টার পর থেকে তারা অবস্থান নেয়। গত বছরের আগস্টে মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার পর, ৩১ মে পর্যন্ত ১০১টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রায় পাঁচ লাখ কর্মী দেশটিতে যাওয়ার কথা ছিল। কিন্তু টিকিটের জটিলতার কারণে ১৮ হাজারেরও বেশি কর্মী সেখানে যেতে পারেননি।
এই কর্মীরা অভিযোগ করছেন যে, মালয়েশিয়া সরকার মনোনীত রিক্রুটিং এজেন্সিগুলো তাদের টাকা এবং পাসপোর্ট ফেরত দিচ্ছে না। সংকটের সমাধানে তারা সরকারের সহায়তা চেয়েছেন।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টার পর থেকে তারা অবস্থান নেয়। গত বছরের আগস্টে মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার পর, ৩১ মে পর্যন্ত ১০১টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রায় পাঁচ লাখ কর্মী দেশটিতে যাওয়ার কথা ছিল। কিন্তু টিকিটের জটিলতার কারণে ১৮ হাজারেরও বেশি কর্মী সেখানে যেতে পারেননি।
এই কর্মীরা অভিযোগ করছেন যে, মালয়েশিয়া সরকার মনোনীত রিক্রুটিং এজেন্সিগুলো তাদের টাকা এবং পাসপোর্ট ফেরত দিচ্ছে না। সংকটের সমাধানে তারা সরকারের সহায়তা চেয়েছেন।