যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড প্রধানকে সরিয়ে দিলেন ট্রাম্প

আপলোড সময় : ২২-০১-২০২৫ ১২:৩১:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০১-২০২৫ ১২:৩১:০৩ অপরাহ্ন
মার্কিন কোস্টগার্ডের প্রধান কমান্ড্যান্ট অ্যাডমিরাল লিন্ডা লি ফাগানকে তার পদ থেকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২১ জানুয়ারি) হোমল্যান্ড সিকিউরিটি দফতর এ তথ্য নিশ্চিত করেছে। লিন্ডা লি ফাগান ছিলেন মার্কিন সশস্ত্র বাহিনীর কোনো শাখার প্রথম ইউনিফর্মধারী নারীপ্রধান।

২০২১ সালে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন কোস্টগার্ডে নেতৃত্ব দেয়ার জন্য লিন্ডা লিকে বেছে নিয়েছিলেন। তবে, হোমল্যান্ড সিকিউরিটিবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী বেঞ্জামিন হাফম্যান বলেছেন, লিন্ডা লি ফাগানকে অপসারণ করা হয়েছে। হাফম্যানের মতে, কোস্টগার্ডের কৌশলগত লক্ষ্য অর্জনে অক্ষমতা, নেতৃত্বের ঘাটতি এবং কার্যসম্পাদনগত ব্যর্থতার কারণে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া, কোস্টগার্ডের উপর অতিরিক্ত মনোযোগ দেওয়ার কারণে ফাগানকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানানো হয়, যেখানে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক নীতিগুলোর (ডিইআই পলিসি) ওপর মনোযোগ বেশি দেওয়া হয়েছিল। এ ব্যাপারে কোস্টগার্ডের তরফে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সিবিএস নিউজ জানায়, শপথের আগেই ট্রাম্প প্রশাসন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ২০ কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছে এবং তাদের জায়গায় অনুগত কর্মকর্তাদের নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv