সাইফের নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’ খ্যাত রনিত

আপলোড সময় : ২২-০১-২০২৫ ০৬:০৮:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০১-২০২৫ ০৬:০৮:৪২ অপরাহ্ন
নতুন বছরটা যেন ভালো যাচ্ছে না বলিউড সুপারস্টার সাইফ আলি খানের। নিজ বাড়িতে হামলার শিকার হয়ে পাঁচ দিন পর বাড়ি ফিরেছেন তিনি। তবে তার নিরাপত্তা আরও জোরালো করা হচ্ছে।সাইফ আলি খানের নিরাপত্তার জন্য ‘কেডি পাঠক’ খ্যাত অভিনেতা রনিত রায় ও তার টিম দায়িত্ব নিয়েছেন। এখন থেকে রনিত রায়ের নিরাপত্তা সংস্থা সাইফের পরিবারের সুরক্ষার দায়িত্ব পালন করবে।হিন্দুস্তান টাইমসের খবরে, নিজের বাড়িতে সাইফ আলির খানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পর বাড়ানো হয়েছে তার নিরাপত্তা। রনিত রায়ের নিরাপত্তা সংস্থা থেকে সিকিউরিটি নিয়েছেন বলেও জানা যায়।রনিত বলেছেন, ‘আমরা সাইফের জন্য এখানে আছি। ও এখন ভালো আছেন।’অভিনেতা রনিত এস সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন এজেন্সির মালিক। তিনি অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, করণ জোহরের মতো সমস্ত বলিউড তারকাদের নিরাপত্তা প্রদান করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সাইফ। নিজ গাড়িতে করে বান্দ্রার বাড়িতে ফেরেন অভিনেতা। চিকিৎসকরা জানান, আপাতত সুস্থ অভিনেতা। তবে তার অস্ত্রোপচার হওয়ায় পুরোপুরি সুস্থ হতে আরও কিছু সময় প্রয়োজন। তাই কিছুদিন বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv