ফ্যামিলি প্ল্যানিংয়ের যুগে এক বা দুই সন্তানের বাবা হওয়াই স্বাভাবিক। তবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ৩২ বছরের যুবক কাইল গোর্ডি এর ব্যতিক্রম। তিনি এখন পর্যন্ত ৮৭ সন্তানের পিতা হয়েছেন, অথচ তিনি অবিবাহিত। আরও অবাক করা বিষয় হলো, গোর্ডি স্বপ্ন দেখেন একদিন বিশ্বের প্রতিটি দেশে তাঁর সন্তান থাকবে।ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, পেশায় স্পার্ম ডোনার এই যুবক চলতি বছরের শেষ নাগাদ ১০০ সন্তানের বাবা হতে চলেছেন। গর্ভধারণে সমস্যায় থাকা নারীদের জন্য তিনি সহায়তা করছেন। এ লক্ষ্যে ‘বি প্রেগন্যান্ট’ নামের একটি ওয়েবসাইটও পরিচালনা করেন তিনি।বর্তমানে সুইডেন, নরওয়ে, ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের ১৪ জন নারীর গর্ভে গোর্ডির ঔরসজাত সন্তান বড় হচ্ছে। এভাবেই তিনি একের পর এক সন্তানের পিতা হচ্ছেন।
গোর্ডি বলেন, ‘আমার ভালো লাগে, যখন দেখি কোনো নারী ভেবেছিলেন যে তিনি মা হতে পারবেন না, অথচ আমার সাহায্যে সন্তানের জন্ম দিতে পেরেছেন।’বিশ্বজুড়ে জনপ্রিয় এই স্পার্ম ডোনার ভবিষ্যতে আয়ারল্যান্ড, জাপান এবং কোরিয়ার মতো দেশে স্পার্ম ডোনেট করার পরিকল্পনা করেছেন। তিনি বলেন, ‘কে জানে, হয়তো ২০২৬ সালের মধ্যে বিশ্বের প্রতিটি দেশে আমার সন্তান থাকবে।’গোর্ডির এই অনন্য লক্ষ্য এবং অসাধারণ অভিজ্ঞতা তাকে বিশ্বের অন্যতম পরিচিত স্পার্ম ডোনার হিসেবে পরিচিত করেছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
গোর্ডি বলেন, ‘আমার ভালো লাগে, যখন দেখি কোনো নারী ভেবেছিলেন যে তিনি মা হতে পারবেন না, অথচ আমার সাহায্যে সন্তানের জন্ম দিতে পেরেছেন।’বিশ্বজুড়ে জনপ্রিয় এই স্পার্ম ডোনার ভবিষ্যতে আয়ারল্যান্ড, জাপান এবং কোরিয়ার মতো দেশে স্পার্ম ডোনেট করার পরিকল্পনা করেছেন। তিনি বলেন, ‘কে জানে, হয়তো ২০২৬ সালের মধ্যে বিশ্বের প্রতিটি দেশে আমার সন্তান থাকবে।’গোর্ডির এই অনন্য লক্ষ্য এবং অসাধারণ অভিজ্ঞতা তাকে বিশ্বের অন্যতম পরিচিত স্পার্ম ডোনার হিসেবে পরিচিত করেছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।