ট্রাম্পকে ভোট না দেওয়ার আহ্বান ওবামার

আপলোড সময় : ২৩-১০-২০২৪ ০১:০৬:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-১০-২০২৪ ০১:০৬:৩৯ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের মধ্যে জোর প্রচারণা চলছে। ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে মিশিগান অঙ্গরাজ্যের ডিট্রয়েটে প্রচারণা চালালেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে অনুষ্ঠিত সমাবেশে ওবামা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট না দেওয়ার আহ্বান জানান। তিনি ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করেন এবং বলেন, “যদি ট্রাম্প বা তাঁর রানিং মেট জে ডি ভ্যান্সকে চ্যালেঞ্জ করেন, তারা অভিবাসীদের দায়ী করবেন সব সমস্যার জন্য। ট্রাম্প আপনাদের বোঝাতে চান যে, যাদের খুশি আটক করা এবং বিতাড়িত করা হলে, সবকিছু ঠিক হয়ে যাবে।”

জনমত জরিপে দেখা গেছে, সীমান্ত ও অবৈধ অভিবাসন সংক্রান্ত বিষয়ে মার্কিন নাগরিকেরা হ্যারিসের চেয়ে ট্রাম্পকে বেশি বিশ্বাস করেন। এ কারণে, ওবামার দীর্ঘ বক্তব্যের মাধ্যমে তিনি হ্যারিসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীদের আক্রমণকে অযৌক্তিক প্রমাণের চেষ্টা করেছেন।


 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv

web: www.mytvbd,www.mytvbd.com