কুয়াশা তীব্র আকার ধারণ করায় দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে অস্পষ্ট হয়ে উঠেছে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্ট। এ অবস্থায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে রাত বাড়ার সঙ্গে সঙ্গে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত দেড়টার পর থেকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্ট দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।এদিকে ফেরি চলাচল বন্ধের কারণে ঘাটে যানবাহন নিয়ে আটকে দৌলতদিয়া ঘাট প্রান্ত এলাকাজুড়ে যানবাহনের সারির সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীসহ চালকরা। তিনটি ফেরি নোঙর করে পদ্মায় আটকে আছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক আলিম দেইয়ান জানান, আজ রাত দেড়টা থেকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক আলিম দেইয়ান জানান, আজ রাত দেড়টা থেকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।