জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ সাময়িক স্থগিত 

আপলোড সময় : ২৪-০১-২০২৫ ১১:২৫:০৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০১-২০২৫ ১১:২৫:০৬ পূর্বাহ্ন
এক সপ্তাহ না পেরোতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশ হোঁচট খেলো। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিলে ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িক সময়ের জন্য স্থগিত করেছেন দেশটির এক আদালত। 
বিবিসি জানিয়েছে, ওয়াশিংটন অঙ্গরাজ্যে বিচারক জন কফেনর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এই সিদ্ধান্ত নেন। এর ফলে ট্রাম্পের ওই নির্বাহী আদেশ কার্যকর হওয়া ১৪ দিনের জন্য স্থগিত থাকবে।ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান বিচারক জন কফেনরকে নিয়োগ দিয়েছিলেন। বৃহস্পতিবার আদালতে এক শুনানির সময় তিনি বলেন, ‘এটি স্পষ্টভাবেই একটি অসাংবিধানিক আদেশ।’ গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। এরপর একদিনেই শতাধিক নির্বাহী আদেশে সই করে একপ্রকার ঝড় তোলেন। এসবের মধ্যে সবচেয়ে বিতর্কিত ছিল নথিপত্রহীন অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার অধিকার সংক্রান্ত একটি আইন বাতিল। মার্কিন সংবিধানের চতুর্দশ সংশোধনীতে দেশটির ভূখণ্ডে জন্ম নেওয়া সবার নাগরিকত্ব পাওয়ার অধিকার দেওয়া হয়েছিল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ওই নির্বাহী আদেশের পর যুক্তরাষ্ট্রের ২২টি অঙ্গরাজ্য, দুটি শহর এবং নাগরিক অধিকার রক্ষায় সোচ্চার বেশ কয়েকটি সংগঠন মামলা করেছে।এরপর গতকাল আদেশটি সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত নেন আদালত। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আইনের আশ্রয় নেওয়া অঙ্গরাজ্যগুলো।তবে বিচারকের এই আদেশের বিরুদ্ধে আবেদন করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। 


Chairman & Managing Director : Nasir Uddin

Director News & Broadcast : Zeker Uddin Samrat

 __________________________________________________________

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. news@mytvbd.tv