এবারের বিপিএলে রীতিমতো উড়ছিল রংপুর রাইডার্স। টানা ৮ জয়ের দেখা পায় দলটি। অবশেষে হারের তেঁতো স্বাদ পেয়েছে নুরুল হাসান সোহানের দল। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুর্বার রাজশাহীর কাছে ২৪ রানে হেরেছে রংপুর। এই হারকে এলার্মিং বলেছেন রংপুরের অধিনায়ক সোহান।ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সোহান বলেন, 'অবশ্যই এতদিন ভালো খেলেছি, কিন্তু আজকের হার আমাদের জন্য এলার্মিং। এখান সবাই সবার জায়গা থেকে চিন্তা করতে পারবে। ক্রিকেট জিনিসটাই এমন। মাঠে ভালো ক্রিকেট খেললেই ম্যাচ জেতা সম্ভব।'হারের কারণ হিসেবে পাওয়ার প্লেতে ব্যাটিং ও বোলিং ব্যর্থতাকে দায়ী করে রংপুরের অধিনায়ক আরও বলেন, 'পাওয়ার প্লের প্রথম থেকেই আমরা বোলিংয়ে ভালো শুরু করতে পারিনি। উইকেট কিছুটা কঠিন ছিল, কিন্তু তবুও আমরা কিছু বাড়তি রান দিয়ে ফেলেছি। যদিও ১৫ ওভারের পর ভালোভাবে ফিরে আসতে পেরেছি, তবুও রানটা একটু বেশি হয়ে গেছে।'
তিনি বলেন, 'টি-টোয়েন্টিতে প্রথম ৬ ওভার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বোলিং হোক বা ব্যাটিং, সেখানে দুর্ভাগ্যজনকভাবে, দুটোই আমাদের পক্ষে যায়নি।'
তিনি বলেন, 'টি-টোয়েন্টিতে প্রথম ৬ ওভার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বোলিং হোক বা ব্যাটিং, সেখানে দুর্ভাগ্যজনকভাবে, দুটোই আমাদের পক্ষে যায়নি।'