আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে এশিয়ারই ১০ ক্রিকেটার

আপলোড সময় : ২৪-০১-২০২৫ ০৫:০৫:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০১-২০২৫ ০৫:০৫:২৩ অপরাহ্ন
২০২৪ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বর্ষসেরা একাদশে দাপট দেখিয়েছে এশিয়ার ক্রিকেটাররা। তবে বর্ষসেরা এই একাদশে জায়গা হয়নি বাংলাদেশ ও ভারতের ক্রিকেটারদের।ভারত ও বাংলাদেশ না থাকলেও এশিয়ার দেশ শ্রীলঙ্কা, পাকিস্তান ও আফগানিস্তানেরই আধিপত্য এই একাদশে। এই তিনটি দেশের মোট ১০ ক্রিকেটার জায়গা পেয়েছে বর্ষসেরা একাদশে। অধিনায়কসহ শ্রীলঙ্কার রয়েছে চার ক্রিকেটার। গত বছর ১৮ ম্যাচের ১২টিতেই জয় পাওয়ার প্রতিফলন হিসেবে জায়গা করে নিয়েছেন তারা। 

পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটার রয়েছেন তিনজন করে। এর বাইরে একজন শুধু ওয়েস্ট ইন্ডিজের। ক্যারিবিয়ানদের পক্ষে একাদশে জায়গা পেয়েছেন শেরফেন রাদারফোর্ড। দলে অস্ট্রেলিয়ার কারো না থাকাটাও বেশ অবাক করেছে।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ: সাইম আইয়ুব (পাকিস্তান), রহমানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান), পাথুম নিশানকা (শ্রীলঙ্কা), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা), চারিথ আসালানকা (শ্রীলঙ্কা, অধিনায়ক), শেরফান রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), আজমতউল্লাহ ওমরজাই (আফগানিস্তান), ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা), শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান), হারিস রউফ (পাকিস্তান) এবং আল্লাহ মোহাম্মদ গজনফর (আফগানিস্তান)।


অফিস :

MyTv Bhaban, 155, 150/3, Hatirjheel, Dhaka-1219

Phone. ☎ +880255128896 ; Fax. +880255128899

Email. admin@mytvbd.tv